০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দাঁত ব্রাশ ছাড়াও টুথপেষ্টের আছে আরও নানা ধরনের কার্যকরীতা, যা জানলে চমকে উঠবেন

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সকালে ঘুম থেকে উঠে টুথপেষ্ট দিয়ে ব্রাশ আমরা সকলেই করি। কিন্তু টুথপেষ্টের আরও নানা ধরনের কার্যকরীত আছে যা আপনাকে চমকে দেবেই।

১ মোবাইল স্ক্রিন পরিষ্কার:
যেসব মোবাইলে স্ক্রিন গার্ড থাকে না, সেগুলির স্ক্রিনে নানা রকমের আঁচড়ের দাগ পড়ে যায়। এই ধরনের মোবাইলের স্ক্রিনে অল্প একটু টুথপেস্ট লাগিয়ে আঙুল দিয়ে ঘষে দিন। তারপর একটা কাপড়ের টুকরো সামান্য জল দিয়ে ভিজিয়ে স্ক্রিনটি মুছে নিন। দেখবেন, স্ক্রিনটি পরিষ্কার যেমন হয়েছে, তেমনই আঁচড়ের দাগগুলিও অনেকটা আবছা হয়ে এসেছে।

২. দেওয়ালে প্যাস্টেলের আঁকাঝোকা তোলা:
বাড়িতে বাচ্চা থাকলে দেওয়ালে রং পেন্সিল বা প্যাস্টেল দিয়ে আঁকাঝোকা করবেই। কী ভাবছেন, দেওয়াল নতুন করে রঙ করানোই এই দাগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়? মোটেই না। একটু টুথপেস্ট দেওয়ালে প্যাস্টেলের দাগের উপর লাগিয়ে একটি সামান্য ভেজা কাপড় দিয়ে ঘষে দিন। তারপর একটা পরিস্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিন জায়গাটা। দাগ উধাও হবে।

 

৩. জামা-কাপড়ের দাগ তোলা:
জামা-কাপড়ে তেল, মশলা বা কালির দাগ লেগে গিয়েছে? সাবান দিয়ে ধুয়েও যাচ্ছে না? চিন্তা নেই, অল্প একটু টুথপেস্ট দাগ-লাগা জায়গাটিতে ঘষে নিন। তারপর স্বাভাবিক ভাবে সাবান জলেতে ধুয়ে নিন। দেখবেন, দাগ চলে গিয়েছে।

৪. বাচ্চাদের বোতলের দুর্গন্ধ দূর করা:
বাচ্চাদের ফিডিং বটলে একটা বিশ্রী দুর্গন্ধ হয় যা ধুলেও যায় না। সেক্ষেত্রে বোতলটিতে অল্প জল দিন, তারপর বোতলের ভিতর একটু টুথপেস্ট ফেলে বোতলের মুখ বন্ধ করে ঝাঁকিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে পরিস্কার জলেতে বোতলটা ধুয়ে নিন। দেখবেন, দুর্গন্ধ দূর হয়ে গেছে।

৫ হেয়ার জেল হিসেবে কাজ করা:
শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি যে, হেয়ার জেল যে উপাদান দিয়ে তৈরি হয় সেই একই উপাদান দিয়ে তৈরি হয় টুথপেস্ট। কাজেই স্নান করার সময়ে টুথপেস্ট দিয়ে চুল ধুলে চুলের কোন ক্ষতি তো হবেই না, বরং কম খরচে ভাল থাকবে চুল।

৬ বাথরুম বা রান্নাঘরের বেসিন পরিস্কার:
বাথরুম বা রান্নাঘরের বেসিনে সামান্য টুথপেস্ট লাগিয়ে একটি স্ক্রাবার দিয়ে আলতো ঘষে নিন। দেখবেন, ঝকঝক করছে বেসিন.

ট্যাগ :

পবিত্র কোরআন হাতে শপথ নেবেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দাঁত ব্রাশ ছাড়াও টুথপেষ্টের আছে আরও নানা ধরনের কার্যকরীতা, যা জানলে চমকে উঠবেন

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সকালে ঘুম থেকে উঠে টুথপেষ্ট দিয়ে ব্রাশ আমরা সকলেই করি। কিন্তু টুথপেষ্টের আরও নানা ধরনের কার্যকরীত আছে যা আপনাকে চমকে দেবেই।

১ মোবাইল স্ক্রিন পরিষ্কার:
যেসব মোবাইলে স্ক্রিন গার্ড থাকে না, সেগুলির স্ক্রিনে নানা রকমের আঁচড়ের দাগ পড়ে যায়। এই ধরনের মোবাইলের স্ক্রিনে অল্প একটু টুথপেস্ট লাগিয়ে আঙুল দিয়ে ঘষে দিন। তারপর একটা কাপড়ের টুকরো সামান্য জল দিয়ে ভিজিয়ে স্ক্রিনটি মুছে নিন। দেখবেন, স্ক্রিনটি পরিষ্কার যেমন হয়েছে, তেমনই আঁচড়ের দাগগুলিও অনেকটা আবছা হয়ে এসেছে।

২. দেওয়ালে প্যাস্টেলের আঁকাঝোকা তোলা:
বাড়িতে বাচ্চা থাকলে দেওয়ালে রং পেন্সিল বা প্যাস্টেল দিয়ে আঁকাঝোকা করবেই। কী ভাবছেন, দেওয়াল নতুন করে রঙ করানোই এই দাগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়? মোটেই না। একটু টুথপেস্ট দেওয়ালে প্যাস্টেলের দাগের উপর লাগিয়ে একটি সামান্য ভেজা কাপড় দিয়ে ঘষে দিন। তারপর একটা পরিস্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিন জায়গাটা। দাগ উধাও হবে।

 

৩. জামা-কাপড়ের দাগ তোলা:
জামা-কাপড়ে তেল, মশলা বা কালির দাগ লেগে গিয়েছে? সাবান দিয়ে ধুয়েও যাচ্ছে না? চিন্তা নেই, অল্প একটু টুথপেস্ট দাগ-লাগা জায়গাটিতে ঘষে নিন। তারপর স্বাভাবিক ভাবে সাবান জলেতে ধুয়ে নিন। দেখবেন, দাগ চলে গিয়েছে।

৪. বাচ্চাদের বোতলের দুর্গন্ধ দূর করা:
বাচ্চাদের ফিডিং বটলে একটা বিশ্রী দুর্গন্ধ হয় যা ধুলেও যায় না। সেক্ষেত্রে বোতলটিতে অল্প জল দিন, তারপর বোতলের ভিতর একটু টুথপেস্ট ফেলে বোতলের মুখ বন্ধ করে ঝাঁকিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে পরিস্কার জলেতে বোতলটা ধুয়ে নিন। দেখবেন, দুর্গন্ধ দূর হয়ে গেছে।

৫ হেয়ার জেল হিসেবে কাজ করা:
শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি যে, হেয়ার জেল যে উপাদান দিয়ে তৈরি হয় সেই একই উপাদান দিয়ে তৈরি হয় টুথপেস্ট। কাজেই স্নান করার সময়ে টুথপেস্ট দিয়ে চুল ধুলে চুলের কোন ক্ষতি তো হবেই না, বরং কম খরচে ভাল থাকবে চুল।

৬ বাথরুম বা রান্নাঘরের বেসিন পরিস্কার:
বাথরুম বা রান্নাঘরের বেসিনে সামান্য টুথপেস্ট লাগিয়ে একটি স্ক্রাবার দিয়ে আলতো ঘষে নিন। দেখবেন, ঝকঝক করছে বেসিন.