আফগানিস্তানে দূতাবাস চালু করল ভারত, কূটনীতিক সম্পর্কের উন্নতি

- আপডেট : ২২ অক্টোবর ২০২৫, বুধবার
- / 126
পুবের কলম, ওয়েবডেস্ক: আফগানিস্তানে দূতাবাস চালু করল ভারত। কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত করার ঘোষণা দিল নয়াদিল্লি। ২০২১ সালে তালিবানরা আফগানিস্তানে ক্ষমতায় আসার পরে এই দূতাবাস বন্ধ হয়ে গিয়েছিল। পরে তা টেকনিক্যাল মিশন হিসেবে চালাচ্ছিল ভারত। প্রসঙ্গত, ২০২১ সালে দূতাবাস বন্ধ করে দেওয়ার পরে ভারত ২০২২ সালের জুনে ফের কাবুলে কূটনৈতিক উপস্থিতি প্রতিষ্ঠা করেছিল। সেখানে এতদিন মধ্যম পদমর্যাদার কূটনীতিকের নেতৃত্বে একটি ‘টেকনিক্যাল দল’ মোতায়েন করা ছিল। এই আবহে বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “সরকার কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে ভারতীয় দূতাবাসের মর্যাদায় ফিরিয়ে আনছে। আফগান বিদেশমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় ঘোষিত সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত পারস্পরিক স্বার্থে নেওয়া হয়েছে।” তবে এতকিছুর মাঝেও এখনও তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ভারত।