ভারতীয় সেনার সাফল্যের প্রশংশায় পঞ্চমুখ মেহেবুবা
নিষ্পাপ শিশুরা প্রাণ হারাচ্ছে, হামলা বন্ধ করুন: মেহবুবা মুফতি

- আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
- / 35
পুবের কলম ওয়েবডেস্ক: ‘যদি হিসেব মিটে যায়, এবার আক্রমণ বন্ধ হোক। এই লড়াইয়ে নিষ্পাপ শিশুরা প্রাণ হারাচ্ছে। মহিলারাও বেঘোরে প্রাণ হারাচ্ছেন। শিশু ও মহিলাদের কি দোষ?’ পহেলগাঁওয়ে সন্ত্রাসী আক্রমণের জবাবে ভারতীয় সেনার পালটা আক্রমণ প্রসঙ্গে বললেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
এদিন তিনি ভারত ও পাকিস্তানকে একে অপরের উপর আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মেহবুবা মুফতি দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বলেন, ‘পুলওয়ামা হোক বা পহেলগাঁও, এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় কীভাবে আমাদের দেশ ধ্বংসের পথে পৌঁছেছিল। যদি এভাবেই চলতে থাকে, তাহলে ধ্বংসের পথ খুলে যেতে পারে। সামরিক পদক্ষেপের মাধ্যমে এই রোগের মূল কারণ খুঁজে পাওয়া যাবে না। এসব করে শান্তি প্রতিষ্ঠাও করা যাবে না।’
ভারতীয় সেনার সাফল্য তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের দেশ সমগ্র বিশ্বে একটি বৃহৎ শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে।’ পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি ভালো নয়। এমন পরিস্থিতিতে, উভয় দেশেরই রাজনৈতিক হস্তক্ষেপের চেষ্টা করা উচিত।’ তিনি বলেন, পুলওয়ামা হামলার পর বালাকোটে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তখনও এরকমই পরিস্থিতি তৈরি হয়েছিল।
একইভাবে, পহেলগাঁওয়ের নির্মম হত্যাকাণ্ডের পরে একই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি উভয় দেশকেই এই আক্রমণ বন্ধ করার জন্য অনুরোধ করছি। এই লড়াইয়ে শিশুরা নিহত হচ্ছে। দু’তরফের নিরীহ শিশু ও মহিলারা প্রাণ হারাচ্ছেন। সর্বোপরি যেটা বলার, তা হল এমন জিনিস আর কতদিন চলবে?
পিডিপি প্রধান মেহবুবা প্রশ্ন ছুঁড়েছেন দুই দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। তিনি বলেন, উভয় দেশই বিভিন্ন দাবি করছে। এখন যেহেতু উভয়েই হিসাব মিটিয়ে ফেলেছে, তাহলে তো যুদ্ধ বন্ধ করা উচিত।শিশুদের কেন হত্যা করা হচ্ছে? আমাদের লোকদের রক্ত ঝরছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই বলেছিলেন যে এখন যুদ্ধের যুগ শেষ।’ এমন পরিস্থিতিতে, দুই দেশের প্রধানমন্ত্রীরই ফোনে কথা বলা উচিত। মেহবুবা মুফতি বলেন, আমাদের সীমান্তবর্তী এলাকায় প্রচুর সন্ত্রাস হয়েছে। আমি অনুরোধ করছি এই ধারাবাহিকতা বন্ধ করা হোক।