০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা কাঁটায় বিদ্ধ হয়ে বাতিল ইসকনের সুবর্ণজয়ন্তী বছরের রথযাত্রা

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ রথযাত্রা।গত দুবছরে করোনা আবহে বদলে গিয়েছে অনেক কিছু ।রথ মানেই পাঁপড় ভাজা , রথ মানেই মেলা ।রথ মানেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা কে রথে চাপিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া । তবে এবছর করোনা আবহে পুরী থেকে ইসকন সব জায়গাতেই কঠোর বিধিনিষেধের মধ্যে ই পালিত হতে চলেছে রথযাত্রা । পুরীতেও বন্ধ রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা ।কলকাতার ইসকন মন্দিরে ও এই করোনা পরিস্থিতিতে গতবছরের মত এবছর ও মন্দির ভক্ত শুন্য থাকবে ।শুধু পুরী বা ইসকন ই নয় এরাজ্যে হুগলী জেলার মাহেশের রথযাত্রা ও খুব বিখ্যাত । এছাড়াও আরো অন্যান্য বহু জায়গাতেই প্রাচীন ও বিখ্যাত রথযাত্রা রয়েছে । কিন্তু করোনা কাঁটায় বিদ্ধ হয়ে সবই আজ বন্ধ ।কোভিড প্রোটোকল মেনেই সব কিছুর আয়োজন করা হচ্ছে ।


এই বছর ইসকনের রথযাত্রা সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিল । এবছর কোভিড প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার সূচনা করবেন না । তার পরিবর্তে তিনি ভোগ পাঠাবেন , সেই ভোগ ই প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করা হবে ।ইসকন মন্দিরের রথযাত্রার যে শোভাযাত্রা বেরোত, তা শেষ হতো কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ।সেখানে তৈরী হত মাসির বাড়ি । এখানে সুবিশাল মেলা বসত উল্টোরথ পর্যন্ত । অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে তিন ভাইবোন আসতেন এবং এখানেই অধিষ্ঠান করতেন ।২০১৯ সালের পর পরপর দুবছর করোনা কাঁটায় বিদ্ধ হয়ে ইসকনের রথযাত্রা তার জৌলুস হারাল ।

ইসকন মন্দির সূত্রে জানানো হয়েছে , জগন্নাথ দেবের বিগ্রহ রা দুপুর ১২টায় তাদের রথে আরোহন করবেন । জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ নিয়ে কোন শোভাযাত্রা হবেনা।তাঁর গন্তব্য যাত্রা কিছু মিনিটের মধ্যে ই শেষ হয়ে যাবে ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা কাঁটায় বিদ্ধ হয়ে বাতিল ইসকনের সুবর্ণজয়ন্তী বছরের রথযাত্রা

আপডেট : ১২ জুলাই ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ রথযাত্রা।গত দুবছরে করোনা আবহে বদলে গিয়েছে অনেক কিছু ।রথ মানেই পাঁপড় ভাজা , রথ মানেই মেলা ।রথ মানেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা কে রথে চাপিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া । তবে এবছর করোনা আবহে পুরী থেকে ইসকন সব জায়গাতেই কঠোর বিধিনিষেধের মধ্যে ই পালিত হতে চলেছে রথযাত্রা । পুরীতেও বন্ধ রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা ।কলকাতার ইসকন মন্দিরে ও এই করোনা পরিস্থিতিতে গতবছরের মত এবছর ও মন্দির ভক্ত শুন্য থাকবে ।শুধু পুরী বা ইসকন ই নয় এরাজ্যে হুগলী জেলার মাহেশের রথযাত্রা ও খুব বিখ্যাত । এছাড়াও আরো অন্যান্য বহু জায়গাতেই প্রাচীন ও বিখ্যাত রথযাত্রা রয়েছে । কিন্তু করোনা কাঁটায় বিদ্ধ হয়ে সবই আজ বন্ধ ।কোভিড প্রোটোকল মেনেই সব কিছুর আয়োজন করা হচ্ছে ।


এই বছর ইসকনের রথযাত্রা সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিল । এবছর কোভিড প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার সূচনা করবেন না । তার পরিবর্তে তিনি ভোগ পাঠাবেন , সেই ভোগ ই প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করা হবে ।ইসকন মন্দিরের রথযাত্রার যে শোভাযাত্রা বেরোত, তা শেষ হতো কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ।সেখানে তৈরী হত মাসির বাড়ি । এখানে সুবিশাল মেলা বসত উল্টোরথ পর্যন্ত । অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে তিন ভাইবোন আসতেন এবং এখানেই অধিষ্ঠান করতেন ।২০১৯ সালের পর পরপর দুবছর করোনা কাঁটায় বিদ্ধ হয়ে ইসকনের রথযাত্রা তার জৌলুস হারাল ।

ইসকন মন্দির সূত্রে জানানো হয়েছে , জগন্নাথ দেবের বিগ্রহ রা দুপুর ১২টায় তাদের রথে আরোহন করবেন । জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ নিয়ে কোন শোভাযাত্রা হবেনা।তাঁর গন্তব্য যাত্রা কিছু মিনিটের মধ্যে ই শেষ হয়ে যাবে ।