জমিয়তে উলামায়ে বাংলার আলোচনা সভা ও শাসন থানার কমিটি গঠন

- আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 157
পুবের কলম প্রতিবেদক : ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহ: এর নিজ হাতে প্রতিষ্ঠিত সংগঠন জমিয়তে উলামায়ে বাংলার ডাকে অনুষ্ঠিত হল বিশেষ আলোচনা সভা। উত্তর ২৪ পরগনা জেলার জমিয়তে উলামায়ে বাংলার শাসন থানা কমিটির ডাকে আমিনপুর বাজারের কাছে পাকদহ নতুন জামে মসজিদে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খিদমতে খালক বা মানব সেবা এবং তাহাফফুজে দ্বীন বা ইসালমের হেফাজত, এই দুই বিষয়কে সামনে রেখে জমিয়তে উলামায়ে বাংলার সভাপতি ফুরফুরা শরীফের পীর আল্লামা ইমরান সিদ্দিকীর নির্দেশে এই শাসন থানা কমিটিও কাজ করে যাবে বলে জানান জমিয়তে উলামায়ে বাংলার উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক আলহাজ মাস্টার সফিকুল ইসলাম সাহেব।
তিনি আরও বলেন কেন্দ্র সরকারের নতুন ওয়াকফ আইন, এসআইআর নিয়ে মানুষের মাঝে আতঙ্ক, ইমাম মুয়াজ্জিনদের নানা সমস্যাকে সামনে রেখে আমরা কাজ করে যাব। উল্লেখ্য, জমিয়তে উলামায়ে বাংলার নতুন শাসন থানা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা বাহাউদ্দিন, যুগ্ম সম্পাদক হয়েছেন মাওলানা জিয়াউল হক ও হাফেজ মাহেরুল সাহেব, কোষাধ্যক্ষ হয়েছেন হাজী সাইফুদ্দিন সাহেব। এছাড়া কমিটিতে এলাকার হাফেজ, মাওলানা, ইমাম, মোয়াজ্জিন, হাজী সাহেব সহ বিভিন্নস্তরের মানুষজন আছেন বলে মাস্টার সফিকুল সাহেব জানান। এদিন দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি করা হয়। দোয়া করেন উত্তর ২৪ পরগনা জেলা জমিয়তে উলামায়ে বাংলার সম্পাদক আলহাজ সফিকুল ইসলাম সাহেব।