১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির জেএনইউ-তে ছাত্র-পুলিশ সংঘর্ষ, আটক ২৮ জন শিক্ষার্থী

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, রবিবার
  • / 129

 

ছাত্রভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠেছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) ক্যাম্পাস। শুক্রবার রাতেই বামপন্থী ছাত্র সংগঠন ও দিল্লি পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ ২৮ জন শিক্ষার্থীকে আটক করেছে।

সূত্র অনুযায়ী, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে বামপন্থী সংগঠনগুলো পুলিশ স্টেশন ঘেরাওয়ের ডাক দেয়। ক্যাম্পাস থেকে মিছিল বের হলে পশ্চিম গেটে পুলিশ তাদের বাধা দেয়, সেখানেই সংঘর্ষ বাধে।

বামপন্থী ছাত্রদের অভিযোগ, পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও হামলা চালিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, উল্টে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আটক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন জেএনইউ ছাত্র সংসদের সভাপতি নীতেশ কুমার, সহ-সভাপতি মনীষা এবং সাধারণ সম্পাদক মুন্তিয়া ফাতিমা।

ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সোশ্যাল সায়েন্সেস বিভাগে অনুষ্ঠিত এক সাধারণ সভায় হিংসার জেরে। বাম সংগঠনগুলির দাবি, এবিভিপি সদস্যরা এক নারী শিক্ষার্থীকে গলা টিপে ধরে মারধর করে। পাল্টা অভিযোগে এবিভিপি জানায়, বামপন্থী ছাত্ররাই তাদের ওপর হামলা চালিয়েছে।

আগামী মাসে জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনের প্রাক্কালে এই সংঘর্ষে ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির জেএনইউ-তে ছাত্র-পুলিশ সংঘর্ষ, আটক ২৮ জন শিক্ষার্থী

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, রবিবার

 

ছাত্রভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠেছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) ক্যাম্পাস। শুক্রবার রাতেই বামপন্থী ছাত্র সংগঠন ও দিল্লি পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ ২৮ জন শিক্ষার্থীকে আটক করেছে।

সূত্র অনুযায়ী, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে বামপন্থী সংগঠনগুলো পুলিশ স্টেশন ঘেরাওয়ের ডাক দেয়। ক্যাম্পাস থেকে মিছিল বের হলে পশ্চিম গেটে পুলিশ তাদের বাধা দেয়, সেখানেই সংঘর্ষ বাধে।

বামপন্থী ছাত্রদের অভিযোগ, পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও হামলা চালিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, উল্টে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আটক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন জেএনইউ ছাত্র সংসদের সভাপতি নীতেশ কুমার, সহ-সভাপতি মনীষা এবং সাধারণ সম্পাদক মুন্তিয়া ফাতিমা।

ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সোশ্যাল সায়েন্সেস বিভাগে অনুষ্ঠিত এক সাধারণ সভায় হিংসার জেরে। বাম সংগঠনগুলির দাবি, এবিভিপি সদস্যরা এক নারী শিক্ষার্থীকে গলা টিপে ধরে মারধর করে। পাল্টা অভিযোগে এবিভিপি জানায়, বামপন্থী ছাত্ররাই তাদের ওপর হামলা চালিয়েছে।

আগামী মাসে জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনের প্রাক্কালে এই সংঘর্ষে ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়েছে।