০৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘ঘর ওয়াপসি’: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 15

পুবের কলম,ওয়েবডেস্ক:  ঘরে ফিরলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার। কংগ্রেস-যোগের এক বছরের মধ্যেই ফের বিজেপিতে ফিরলেন তিনি। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর আবার বিজেপিতে যোগ দেন শেত্তার।

 

উল্লেখ্য, গত বছর বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে জগদীশ শেত্তারকে  টিকিট দেওয়া হয়নি বিজেপির পক্ষ থেকে। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে কংগ্রেসে যোগদান করেছিলেন এই বর্ষীয়ান নেতা। শুধু তাই নয়, দলে থেকে প্রাপ্ত সম্মান পাননি বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।

 

পরে কংগ্রেসের হয়ে কর্নাটকের হুবলি-ধারওয়াদ কেন্দ্রীয় বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন শেত্তার। কিন্তু জিততে  পারেননি। বিজেপির মহেশ টেঙ্গিনাকাইয়ের কাছে ৩৪ হাজার ভোটে পরাজিত হন।

 

এদিন দলে যোগ দেওয়ার পর, তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

 

‘ঘর ওয়াপসি’ অনুষ্ঠান শেষে জগদীশ শেত্তার বলেন,  “নরেন্দ্র মোদিজিকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আমি ফের দলে যোগ দিচ্ছি। ভুল বোঝা বুঝিতে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলাম। গত আট বা নয় মাসে অনেক  আলোচনা হয়েছে। ইয়েদুরপ্পাজি এবং বিজয়েন্দ্রজিও চেয়েছিলেন যে আমি ফিরে আসি।সকলের কথা’কে মান্যতা দিয়েই আমি আবার বিজেপিতে যোগ দিলাম।”

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ঘর ওয়াপসি’: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক:  ঘরে ফিরলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার। কংগ্রেস-যোগের এক বছরের মধ্যেই ফের বিজেপিতে ফিরলেন তিনি। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর আবার বিজেপিতে যোগ দেন শেত্তার।

 

উল্লেখ্য, গত বছর বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে জগদীশ শেত্তারকে  টিকিট দেওয়া হয়নি বিজেপির পক্ষ থেকে। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে কংগ্রেসে যোগদান করেছিলেন এই বর্ষীয়ান নেতা। শুধু তাই নয়, দলে থেকে প্রাপ্ত সম্মান পাননি বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।

 

পরে কংগ্রেসের হয়ে কর্নাটকের হুবলি-ধারওয়াদ কেন্দ্রীয় বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন শেত্তার। কিন্তু জিততে  পারেননি। বিজেপির মহেশ টেঙ্গিনাকাইয়ের কাছে ৩৪ হাজার ভোটে পরাজিত হন।

 

এদিন দলে যোগ দেওয়ার পর, তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

 

‘ঘর ওয়াপসি’ অনুষ্ঠান শেষে জগদীশ শেত্তার বলেন,  “নরেন্দ্র মোদিজিকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আমি ফের দলে যোগ দিচ্ছি। ভুল বোঝা বুঝিতে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলাম। গত আট বা নয় মাসে অনেক  আলোচনা হয়েছে। ইয়েদুরপ্পাজি এবং বিজয়েন্দ্রজিও চেয়েছিলেন যে আমি ফিরে আসি।সকলের কথা’কে মান্যতা দিয়েই আমি আবার বিজেপিতে যোগ দিলাম।”