১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
চরম দারিদ্র্যমুক্ত হতে চলেছে কেরল, দেশের প্রথম রাজ্য ঘোষণা নভেম্বরে

কিবরিয়া আনসারি
- আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, রবিবার
- / 151
পুবের কলম, ওয়েবডেস্ক: স্বাধীনতার ৭৮ বছর পর ইতিহাস গড়তে চলেছে কেরল। আগামী ১ নভেম্বর রাজ্যটিকে চরম দারিদ্র্যমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে সরকার চালু করেছে ‘এক্সট্রিম পভার্টি ইরাডিকেশন প্রজেক্ট (EPEP)’, যার লক্ষ্য রাজ্যে চরম দারিদ্রসীমার নীচে কেউ না থাকা।
এই প্রকল্পের মাধ্যমে ৬৪ হাজার দরিদ্র পরিবার চিহ্নিত করে তাঁদের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য ও জীবিকার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় তৃণমূল স্তরে সমীক্ষা চালিয়ে দেখা যায়, বহু পরিবারে আয়, বাসস্থান ও চিকিৎসার অভাব ছিল। মন্ত্রী এম বি রাজেশ জানিয়েছেন, “আমরা ১০০ শতাংশ লক্ষ্য পূরণ করেছি।”