মুখ্যমন্ত্রীর দাবি মেনে চালু হচ্ছে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা

- আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 92
দীর্ঘদিনের দাবির পর অবশেষে কলকাতা থেকে লন্ডনগামী বিমান পরিষেবা চালু হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ও দাবির পর এই সিদ্ধান্তে সাড়া দিয়েছে কেন্দ্র। বিধানসভায়ও মুখ্যমন্ত্রীর প্রস্তাবে একটি রেজোলিউশন পাস করে রাজ্য সরকার কেন্দ্রের কাছে কলকাতা-লন্ডন রুটে বিমান চালুর দাবি জানিয়েছিল।
বর্তমানে কলকাতা থেকে লন্ডনে যেতে যাত্রীদের দুবাই বা অন্যান্য শহর হয়ে ঘুরে যেতে হয়। একসময় এয়ার ইন্ডিয়ার কলকাতা-লন্ডন সরাসরি বিমান ছিল, কিন্তু বহু বছর আগে তা বন্ধ হয়ে যায়। এবার সেই পরিষেবা ফেরানোর পথে পদক্ষেপ শুরু করেছে ইন্ডিগো।
যদিও আপাতত সরাসরি নয়, প্রথমে কলকাতা থেকে মুম্বই এবং সেখান থেকে লন্ডন পর্যন্ত উড়ান চালু হচ্ছে। আগামী ২৬ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হবে। ওই দিন সকাল সাড়ে ৯টায় কলকাতা থেকে বিমান উড়ে মুম্বই পৌঁছবে, এবং দুপুর পৌনে ৩টায় মুম্বই থেকে রওনা দেবে লন্ডনের উদ্দেশে। একই দিন ফেরার পথেও লন্ডন থেকে মুম্বই হয়ে কলকাতায় পৌঁছবে বিমান।