মেসি ম্যাচের টিকিট বিক্রি ৮ অক্টোবর থেকে

- আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 414
পুবের কলম ওয়েবডেস্ক: ডিসেম্বরে লিওনেল মেসি আসছেন কলকাতায়। এখনো সেই সেই পর্যায়ের উন্মাদনা দেখা না গেলেও মনে করা হচ্ছে কয়েকটা দিনের মধ্যে থেকেই আরো একবার লিওনেল মেসির জন্য উদ্বেল হয়ে উঠবে শহর কলকাতা। ১৩ই ডিসেম্বর মেসি আসছেন কলকাতায়।
৮ অক্টোবর থেকে মেসিকে দেখার জন্য টিকিট বিক্রি শুরু হবে । টিকিটের দাম শুরু হচ্ছে ৩৮৫০ টাকা থেকে । এটাই সবচেয়ে কম দামের টিকিট। সর্বোচ্চ দামের টিকিটের কথা অবশ্য ঘোষণা করেননি উদ্যোক্তারা। উদ্যোক্তারা মনে করছেন টিকিটের চড়া মূল্য হলেও মেসির ভক্তদের সাড়া ইতিবাচকই হবে।
একটি বিশেষ অ্যাপ খোলা হচ্ছে। যে অ্যাপের নাম দেওয়া হয়েছে গোট মেসি। এই অ্যাপের দিকে নজর রাখতে বলা হচ্ছে। টিকিট পাওয়া যাবে এই অ্যাপ থেকেই। এদিকে বিশ্ব ফুটবলের রাজকুমার একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি লিখেছেন, ভারত সফর আমার কাছে চিরকালই খুব বিশেষ।
১৪ বছর আগে আমি ভারতে গিয়েছিলাম। তখন যে আতিথেয়তা পেয়েছিলাম, তা উল্লেখ করার মতো। ভারতের সমর্থকদের আমার বেশ লেগেছিল। ভারত যে এত বড় ফুটবল পাগল একটা দেশ তা আমি সেখানে না গেলে জানতে পারতাম না। তাই তাদের টানেই আবার একবার আমার ভারত সফর হতে চলেছে।’
একই সঙ্গে মেসি জানিয়েছেন, ‘এই সফর থেকে সমর্থকরা যেমন আমাকে দেখার আনন্দ উপভোগ করতে পারবেন, তেমন আমিও ভারতের নতুন প্রজন্মের বহু ফুটবলারকে সামনে থেকে দেখতে পারব।’ ১৩ই ডিসেম্বর যুবভারতীতে মেসির সম্মানে আয়োজিত হবে প্রদর্শনী ম্যাচ। সেই ম্যাচে লিওনেল মেসি নিজে খেলবেন। সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়ারাও খেলবেন এই ম্যাচে।
🗣️Lionel Messi: “India is a very special country, and I have good memories from my time there 14 years ago- the fans were fantastic.”
“India is a passionate football nation, and I look forward to meeting a new generation of fans while sharing the love I have for this beautiful… pic.twitter.com/Qj16b6mK3O
— Khel Now (@KhelNow) October 2, 2025