০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মাটিতে কি শেষ ম্যাচ খেললেন মেসি! দেখুন ভাইরাল সেই সেলিব্রেশনের ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ মার্চ ২০২২, শনিবার
  • / 111

পুবের কলম ওয়েবডেস্কঃ শুক্রবার দেশের হয়ে শেষ ম্যাচটি বোধহয় খেলে ফেললেন লিওনেল মেসি। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে মেসির শরীরী আবেগ, উচ্ছ্বাস বারবার তাঁর অনুরাগীদের মনে করাছিল এবার কি তবে বুট তুলে রাখবেন লিও। এই আবেগ কি তারই বহিঃপ্রকাশ।

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন শুক্রবারেই হয়ত দেশের হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি। ভেনিজুয়েলা কে ৩-০ হারিয়ে গ্যালারির দিকে তাকিয়ে এলএমটেনের সেলিব্রেসন তার অনুরাগীদের মনে  করিয়ে দিল স্কালোনির কথা।

আরও পড়ুন: মেসি ম্যাচের টিকিট বিক্রি ৮ অক্টোবর থেকে

যদিও মেসি নিজে এই ব্যাপারে সরাসরি কিছুই  বলেননি। আপাতত তিনি ইকুয়েডরের ম্যাচ নিয়ে ব্যস্ত।সামনেই কাতার বিশ্বকাপ, তারপরেই হয়ত মেসি যা ঘোষণার তা করবেন। আপাতত নিজের খেলাতেই ফোকাস করতে চান মেসি।

আরও পড়ুন: Lionel Messi: নভেম্বরে ভারত সফর নিশ্চিত মেসির, কেরলে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা

বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভেনিজুয়েলাকে হারিয়ে টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল আর্জেন্টিনা। শুক্রবার রাতে নিকোলাস গঞ্জালেস ও ডি মারিয়ার গোলে এগিয়ে যায় দল। দুটি গোলেরই নেপথ্যে ছিলেন রডরিগো ডি পল। ম্যাচের ৮২ মিনিটে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন  মহাতারকা মেসি। ফ্রি-কিক থেকে গোল করার আরও সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও তা কাজে লাগাতে ব্যর্থ হনতিনি। এইদিন দ্রুততম ফুটবলার হিসেবে নিজের কেরিয়ারের ৭৬০ তম গোলটি করেন মেসি।

আরও পড়ুন: লিওনেল মেসির বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনে তোলপাড় বিশ্ব ফুটবলে

https://twitter.com/i/status/1507533616049438729

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশের মাটিতে কি শেষ ম্যাচ খেললেন মেসি! দেখুন ভাইরাল সেই সেলিব্রেশনের ভিডিও

আপডেট : ২৬ মার্চ ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ শুক্রবার দেশের হয়ে শেষ ম্যাচটি বোধহয় খেলে ফেললেন লিওনেল মেসি। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে মেসির শরীরী আবেগ, উচ্ছ্বাস বারবার তাঁর অনুরাগীদের মনে করাছিল এবার কি তবে বুট তুলে রাখবেন লিও। এই আবেগ কি তারই বহিঃপ্রকাশ।

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন শুক্রবারেই হয়ত দেশের হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি। ভেনিজুয়েলা কে ৩-০ হারিয়ে গ্যালারির দিকে তাকিয়ে এলএমটেনের সেলিব্রেসন তার অনুরাগীদের মনে  করিয়ে দিল স্কালোনির কথা।

আরও পড়ুন: মেসি ম্যাচের টিকিট বিক্রি ৮ অক্টোবর থেকে

যদিও মেসি নিজে এই ব্যাপারে সরাসরি কিছুই  বলেননি। আপাতত তিনি ইকুয়েডরের ম্যাচ নিয়ে ব্যস্ত।সামনেই কাতার বিশ্বকাপ, তারপরেই হয়ত মেসি যা ঘোষণার তা করবেন। আপাতত নিজের খেলাতেই ফোকাস করতে চান মেসি।

আরও পড়ুন: Lionel Messi: নভেম্বরে ভারত সফর নিশ্চিত মেসির, কেরলে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা

বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভেনিজুয়েলাকে হারিয়ে টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল আর্জেন্টিনা। শুক্রবার রাতে নিকোলাস গঞ্জালেস ও ডি মারিয়ার গোলে এগিয়ে যায় দল। দুটি গোলেরই নেপথ্যে ছিলেন রডরিগো ডি পল। ম্যাচের ৮২ মিনিটে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন  মহাতারকা মেসি। ফ্রি-কিক থেকে গোল করার আরও সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও তা কাজে লাগাতে ব্যর্থ হনতিনি। এইদিন দ্রুততম ফুটবলার হিসেবে নিজের কেরিয়ারের ৭৬০ তম গোলটি করেন মেসি।

আরও পড়ুন: লিওনেল মেসির বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনে তোলপাড় বিশ্ব ফুটবলে

https://twitter.com/i/status/1507533616049438729