Lionel Messi: নভেম্বরে ভারত সফর নিশ্চিত মেসির, কেরলে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা

- আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
- / 223
পুবের কলম ওয়েবডেস্ক : লিওনেল মেসি (Lionel Messi) কেরলে (Kerala) আসছেন নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে। কিছুদিন আগেই কেরলের ক্রীড়া মন্ত্রী নিশ্চিত করে জানিয়েছিলেন মেসি (Lionel Messi) ও আর্জেন্টিনা (Argentina) টিম কেরলে আসবে। সেখানে তারা একটি প্রদর্শনী ম্যাচ খেলবে। এরই মধ্যে নিশ্চিত হয়ে যায় ডিসেম্বরে মেসির (Lionel Messi) কলকাতা সফর।
#LionelMessi’s Argentina to play in #Kerala in November, confirms AFA https://t.co/FEBUURc73n pic.twitter.com/Y4i0qjI2Bm — THE WEEK (@TheWeekLive) August 23, 2025
আয়োজকরা নিশ্চিত করে দিয়েছেন, ১২ ই ডিসেম্বর কলকাতা এসে সেখান থেকে মুম্বই আমেদাবাদ ঘুরে আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র যাবেন দিল্লি। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা করার কথা। তবে মেসির (Lionel Messi) কেরল সফর নিশ্চিত কিনা সেটা জানা যাচ্ছিল না। মেসি কলকাতায় আসবেন, এই খবর নিশ্চিত হওয়ার পর এটা শোনা গিয়েছিল তিনি আর কেরলে আসবেন না। এমনকি আর্জেন্টিনার টিমও কেরলে খেলতে আসবে না। কিন্তু শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন মেসি (Lionel Messi) ও আর্জেন্টিনা টিমের কেরলে খেলতে আসার কথা নিশ্চিত করে দিল।
Lionel Messi and Argentina are coming to Kerala 😍 pic.twitter.com/uSe0NHyuwq
— GOAL India (@Goal_India) August 23, 2025
ফেডারেশনের তরফ থেকে বলা হচ্ছে, কেরলে মেসি ও আর্জেন্টিনা (Argentina) টিমের আসা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা মিটে গেছে। নভেম্বরেই কেরলে আর্জেন্টিনার দলকে নিয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে আসবেন মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকেও তা নিশ্চিত করা হয়েছে। এ এফ এ জানিয়েছে নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে মেসি ও আর্জেন্টিনার কেরল সফর নিশ্চিত করা হয়েছে। ওই সময়ে আর্জেন্টিনার দুটি ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। তার একটি আয়োজিত হবে কেরলে। তবে প্রতিপক্ষ কে হবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে কয়েকদিনের মধ্যেই প্রতিপক্ষ নির্ধারিত হয়ে যাবে।
আর যদি তা নিশ্চিত হয়, তাহলে দু মাসের মধ্যে পরপর দুবার ভারত সফরে আসছেন আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র। কারণ তার কলকাতা দিল্লী মুম্বই সফরের নিশ্চয়তা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আয়োজকরা। তবে মেসির কলকাতা সফরে আর্জেন্টিনা দল থাকবে না। এই সফরে তিনি থাকবেন একাই।