১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াকফ বোর্ডের নতুন কমিটির ৯ সদস্যের নাম বোর্ডে পাঠাল নবান্ন

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ মার্চ ২০২২, শুক্রবার
  • / 142

আবদুল ওদুদ : রাজ্য ওয়াকফ বোর্ডের নতুন কমিটি গড়ার জন্য নতুন ৬ সদস্যের নাম পাঠাল রাজ্য সংখ্যালঘু শিক্ষক ও মাদ্রাসা শিক্ষা দফতর। গত বুধবার নতুন ৬ জন সদস্যের নাম পাঠিয়েছে সংখ্যালঘু দফতর। এর আগেও ৩ সদস্যের নাম পাঠায় নবান্ন। ওই ৬ জনের মধ্যে রয়েছেন, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান, রাজ্যসভার সাংসদ মুহাম্মদ নাদিমুল হক, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম। কালিগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ এবং আইএএস শাম্মা পারভিন।

 

আরও পড়ুন: আমাদের পাড়া, আমাদের সমাধান : পঞ্চায়েত স্তরের কাজ দ্রুত শেষ করতে পরিকল্পনার নির্দেশ নবান্নের

রাজ্য সংখ্যালঘু দফতর সূত্রে জানা গেছে, বোর্ডের পরিচালনার নিয়ম অনুযায়ী ২ জন সাংসদ, ২ জন বিধায়ক, বার কাউন্সিল থেকে ১ জন, আইএএস অফিসার ১ জন, ইসলামি থিওলজি বিশেষজ্ঞ ১ জন, শিয়া সম্প্রদায়ের একজন প্রতিনিধি, ১ জন সমাজসেবী এবং মোতাওয়াল্লিদের দ্বারা নির্ধারিত ২ জন প্রতিনিধিকে নিয়ে বোর্ডের কমিটি গঠিত হয়। আর তার মধ্যে থেকে ১ জনকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন অন্যান্য সদস্যরা। বোর্ড সূত্রে খবর ফের আবদুল গনি রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হতে যাচ্ছেন।

আরও পড়ুন: তাপ প্রবাহে কারও মৃত্যু হলে এখন থেকে পাবে দু লক্ষ টাকা, নয়া ঘোষণা নবান্নের

 

আরও পড়ুন: বেতনবৃদ্ধির দাবিতে মিড ডে মিল কর্মীদের আন্দোলন ঘিরে উত্তেজনা

দিনকয়েক আগে রাজ্য সংখ্যালঘু দফতর এক বিজ্ঞপ্তি দিয়ে তিনজনের নাম ঘোষণা করেন। তাদের মধ্যে রয়েছেন রাজ্য ওয়াকফ বোর্ডের বিদায়ী চেয়ারম্যান আবদুল গনি। তিনি সমাজকর্মী হিসেবে আবার বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। ক্বারী ফজলুর রহমান ইসলামি থিওলজি বিশেষজ্ঞ হিসেবে সদস্য হয়েছেন। শিয়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে কমিটিতে এসেছেন হুমায়ুন মির্জা।

 

এবারের নয়া কমিটিতে বার কাউন্সিরে প্রতিনিধি হিসেবে এসেছেন কালিগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। গত বারের কমিটিতে সাংসদ হিসাবে ছিলেন খলিলুর রহমান এবং নাদিমুল হক। এবার বিধায়ক কোটায় জাকির হোসেন এই প্রথম ওয়াকফ বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন। রাজ্য ওয়াকফ বোর্ডে গুঞ্জন রয়েছে, এবার মোতাওয়াল্লীদের পক্ষ থেকে কতজন সদস্য বোর্ডে আসছেন। এতদিন ২ জন প্রতিনিধি ছিল, এবার ক’জন হবে তা স্পষ্ট নয়।

 

বোর্ড সূত্রে জানা গিয়েছে, মোতাওয়াল্লীদের নির্বাচন হলেই বোর্ড গঠিত হবে। আশা করা হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রাজ্য ওয়াকফ বোর্ডের নতুন বোর্ড গঠিত হবে। রাজ্য ওয়াকফ বোর্ডের সদস্য মনোনীত হওয়া প্রসঙ্গে বিধায়ক জাকির হোসেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ওয়াকফ বোর্ডের সদস্য মনোনীত করায়। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় বহু ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে রয়েছে। সেগুলিকে উদ্ধার করতে সমস্তরকম চেষ্টা করব।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়াকফ বোর্ডের নতুন কমিটির ৯ সদস্যের নাম বোর্ডে পাঠাল নবান্ন

আপডেট : ২৫ মার্চ ২০২২, শুক্রবার

আবদুল ওদুদ : রাজ্য ওয়াকফ বোর্ডের নতুন কমিটি গড়ার জন্য নতুন ৬ সদস্যের নাম পাঠাল রাজ্য সংখ্যালঘু শিক্ষক ও মাদ্রাসা শিক্ষা দফতর। গত বুধবার নতুন ৬ জন সদস্যের নাম পাঠিয়েছে সংখ্যালঘু দফতর। এর আগেও ৩ সদস্যের নাম পাঠায় নবান্ন। ওই ৬ জনের মধ্যে রয়েছেন, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান, রাজ্যসভার সাংসদ মুহাম্মদ নাদিমুল হক, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম। কালিগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ এবং আইএএস শাম্মা পারভিন।

 

আরও পড়ুন: আমাদের পাড়া, আমাদের সমাধান : পঞ্চায়েত স্তরের কাজ দ্রুত শেষ করতে পরিকল্পনার নির্দেশ নবান্নের

রাজ্য সংখ্যালঘু দফতর সূত্রে জানা গেছে, বোর্ডের পরিচালনার নিয়ম অনুযায়ী ২ জন সাংসদ, ২ জন বিধায়ক, বার কাউন্সিল থেকে ১ জন, আইএএস অফিসার ১ জন, ইসলামি থিওলজি বিশেষজ্ঞ ১ জন, শিয়া সম্প্রদায়ের একজন প্রতিনিধি, ১ জন সমাজসেবী এবং মোতাওয়াল্লিদের দ্বারা নির্ধারিত ২ জন প্রতিনিধিকে নিয়ে বোর্ডের কমিটি গঠিত হয়। আর তার মধ্যে থেকে ১ জনকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন অন্যান্য সদস্যরা। বোর্ড সূত্রে খবর ফের আবদুল গনি রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হতে যাচ্ছেন।

আরও পড়ুন: তাপ প্রবাহে কারও মৃত্যু হলে এখন থেকে পাবে দু লক্ষ টাকা, নয়া ঘোষণা নবান্নের

 

আরও পড়ুন: বেতনবৃদ্ধির দাবিতে মিড ডে মিল কর্মীদের আন্দোলন ঘিরে উত্তেজনা

দিনকয়েক আগে রাজ্য সংখ্যালঘু দফতর এক বিজ্ঞপ্তি দিয়ে তিনজনের নাম ঘোষণা করেন। তাদের মধ্যে রয়েছেন রাজ্য ওয়াকফ বোর্ডের বিদায়ী চেয়ারম্যান আবদুল গনি। তিনি সমাজকর্মী হিসেবে আবার বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। ক্বারী ফজলুর রহমান ইসলামি থিওলজি বিশেষজ্ঞ হিসেবে সদস্য হয়েছেন। শিয়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে কমিটিতে এসেছেন হুমায়ুন মির্জা।

 

এবারের নয়া কমিটিতে বার কাউন্সিরে প্রতিনিধি হিসেবে এসেছেন কালিগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। গত বারের কমিটিতে সাংসদ হিসাবে ছিলেন খলিলুর রহমান এবং নাদিমুল হক। এবার বিধায়ক কোটায় জাকির হোসেন এই প্রথম ওয়াকফ বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন। রাজ্য ওয়াকফ বোর্ডে গুঞ্জন রয়েছে, এবার মোতাওয়াল্লীদের পক্ষ থেকে কতজন সদস্য বোর্ডে আসছেন। এতদিন ২ জন প্রতিনিধি ছিল, এবার ক’জন হবে তা স্পষ্ট নয়।

 

বোর্ড সূত্রে জানা গিয়েছে, মোতাওয়াল্লীদের নির্বাচন হলেই বোর্ড গঠিত হবে। আশা করা হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রাজ্য ওয়াকফ বোর্ডের নতুন বোর্ড গঠিত হবে। রাজ্য ওয়াকফ বোর্ডের সদস্য মনোনীত হওয়া প্রসঙ্গে বিধায়ক জাকির হোসেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ওয়াকফ বোর্ডের সদস্য মনোনীত করায়। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় বহু ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে রয়েছে। সেগুলিকে উদ্ধার করতে সমস্তরকম চেষ্টা করব।