ফিলিস্তিনের পশ্চিম তীরে এক চাঞ্চল্যকর ঘটনায় রাস্তার ধারে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ঘটনার একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে, যা ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
ফিলিস্তিনি টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে একটি ‘অফ-রোড’ গাড়ি চালাচ্ছেন। সেই সময় রাস্তার পাশে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির উপর গাড়িটি তুলে দেওয়া হয়। হামলার পর আহত ব্যক্তি নিজেই হাসপাতালে যান। চিকিৎসকদের মতে, তিনি গুরুতরভাবে আহত হননি এবং বর্তমানে বাড়িতে রয়েছেন।
এই ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন রিজার্ভ সৈন্য। ঘটনার প্রেক্ষিতে তাঁকে সামরিক দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাঁর অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ওই সৈন্যকে আপাতত গৃহবন্দী করে রাখা হয়েছে। যদিও এ বিষয়ে ইসরায়েলি পুলিশ রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখযোগ্যভাবে, জাতিসংঘের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বেসামরিক ও সামরিক হামলার সংখ্যা সাম্প্রতিক বছরগুলিতে বহুগুণ বেড়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মধ্যে এই অঞ্চলে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে ফের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উত্তাল আন্তর্জাতিক মহল।




























