০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বিহার বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন বিজেপি নেতা প্রেম কুমার
কিবরিয়া আনসারি
- আপডেট : ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 19
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহার বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন প্রবীণ বিজেপি নেতা প্রেম কুমার। মঙ্গলবার সর্বসম্মতিক্রমে তাঁকে নির্বাচন করা হয়েছে। প্রো-টেম স্পিকার নরেন্দ্র নারায়ণ যাদব বিধানসভায়কে জানান, যে এই পদের জন্য কুমারই একমাত্র প্রার্থী যার নাম উঠে এসেছে। এরপর, ধ্বনিভোটের মাধ্যমে তাঁকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়। রীতি অনুসারে, সম্প্রতি গয়া টাউন আসন থেকে অষ্টম বারের জন্য বিধায়ক হয়েছেন কুমার। এদিন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং বিরোধী নেতা তেজস্বী যাদব সভাপতির আসনে নিয়ে যান।



















