পুবের কলম ওয়েবডেস্কঃ আক্ষরিক অর্থেই এবার হেঁশেলে হাত পুড়বে ছাপোষা গৃহস্থের। রান্নার গ্যাসের দাম পেরিয়ে গেল ৯০০ টাকা।
বুধবার থেকে কলকাতায় ১৪.০২ ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ৯১১ টাকা। সিলিন্ডার পিছু বাড়ল এক ধাক্কায় ২৫ টাকা। গত বছরের ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত ৩২৭ টাকা বেড়েছে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম।
আগস্টের পর ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। ১৭ আগস্ট ২৫ টাকা বেড়েছিল ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম। দু’সপ্তাহের মধ্যে ফের বাড়ল দাম। প্রায় ৫০ টাকা বাড়ল আগস্ট মাসের পর থেকে এখনও পর্যন্ত।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, পেরিয়ে গেল ৯০০-এর গন্ডী
-
সুস্মিতা - আপডেট : ১ সেপ্টেম্বর ২০২১, বুধবার
- 69
সর্বধিক পাঠিত


































