সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস

- আপডেট : ২০ অক্টোবর ২০২৫, সোমবার
- / 97
পুবের কলম প্রতিবেদক: সোমবার সকাল থেকেই রাজ্যের আকাশ ঝলমলে। তবে এর মধ্যেই ‘ঘূর্ণিঝড় সতর্কতা’ জারি করে দিল ভারতের মৌসম ভবন। আইএমডি সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ‘ঘূর্ণিঝড় সতর্কতা’ জারি করেছে। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে।
এই ঘুর্নাবর্ত ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে। এই সিস্টেম উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এবং আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে। সেই কারণে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ‘ঘূর্ণিঝড় সতর্কতা’ জারি করা হয়েছে, যা ২১ অক্টোবর থেকে তীব্র হতে পারে বলে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গে ভাইফোঁটায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও সেই বৃষ্টি কালীপুজোর আনন্দে জল ঢালার সম্ভাবনা একেবারেই নেই।
কালীপুজোর আবহাওয়া
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গে জোরালো বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর;সব জায়গাতেই আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে। কিছু জায়গায় সামান্য মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে, তবে পুজোর আনন্দ মাটি হবে না। কালীপুজোর দিনে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে আজ বৃষ্টির আশঙ্কা খুবই কম। মনোরম আবহাওয়ায় উত্তরবঙ্গের বাসিন্দারাও উপভোগ করতে পারবেন কালীপুজোর উৎসবে।
সপ্তাহের শেষের দিকে বৃষ্টি সম্ভাবনা তবে সপ্তাহের শেষ দিকে আবহাওয়ায় আসতে পারে সামান্য পরিবর্তন। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার ও রবিবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে।
পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উপকূলের দিকে এগোবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি যেতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। যার ফলে উইকেন্ডে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে বাংলায়।