আর্থিক দুর্নীতির দায়ে গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন প্রসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে

- আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 117
পুবের কলম ওয়েবডেস্ক : গ্রেফতার করা হল শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন প্রসিডেন্ট রনিল বিক্রমাসিংঘেকে (Ranil Wickremesinghe)। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। পেশায় তিনি আইনজীবী। শুক্রবার, দেশের সিআইডি গ্রেফতার করেছে তাঁকে। কলম্বোয় সিআইডির কার্যালয়ে সাক্ষ্য দেওয়ার সময় হাজির হলে তাঁকে গ্রেফতার করা হয়।
হাভানায় জি৭৭ সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি (Ranil Wickremesinghe)। তারপরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে নিজেদের ব্যক্তিগত সফরে সরকারি তহবিল থেকে টাকা খরচ করেছেন তিনি। এমনকি নিজের নিরাপত্তারক্ষীদের খরচও সরকারি তহবিল থেকে খরচ করেছিলেন তিনি। কিন্তু বিক্রমাসিংঘে জানিয়েছেন, ভ্রমণের সমস্ত খরচ তিনি নিজে ব্যয় করেছেন। সরকারি তহবিল থেকে একটা টাকাও নেননি তিনি।
আপাতভাবে শ্রীলঙ্কা পুলিশের পক্ষ থেকে এখনও সরকারিভাবে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়নি। শ্রীলঙ্কার ইতিহাসে ছয়বার প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি (Ranil Wickremesinghe)। এরআগে ২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকট ও জনবিক্ষোভের মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ দেশত্যাগ করলে তিনি রাষ্ট্রপতির আসন গ্রহণ করেছিলেন।
১৯৭৮ সালে মাত্র ২৯ বছর বয়সে তিনি সর্বপ্রথম মন্ত্রিসভায় যোগ দেন। তারপর ১৯৯৪ সালে তিনি ইউনাইটেড ন্যাশনাল পার্টির দায়িত্ব নেন তিনি।
Former Sri Lankan President Ranil Wickremesinghe was arrested by the Criminal Investigation Department (CID) on Friday in connection with an ongoing investigation, reports Reuters, quoting local television channel Ada Derana.
(File photo) pic.twitter.com/uwTW8cTyOB
— ANI (@ANI) August 22, 2025