১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কংগ্রেসে যোগ দিচ্ছেন জগন মোহন রেড্ডির বোন শর্মিলা, দাদার বিরুদ্ধে গিয়ে অন্ধ্রে ‘হাত’ মজবুত করবেন

সামিমা এহসানা
  • আপডেট : ২ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
  • / 14

পুবের কলম ওয়েব ডেস্ক: জল্পনা–কল্পনার দিন শেষ। আগামী ৪ জানুয়ারি দিল্লিতে মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া, রাহুলকে সাক্ষী রেখে কংগ্রেসে যোগ দেবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর বোন ওয়াই এস শর্মিলা। দাদা ওয়াই এস জগন মোহন রেড্ডির সঙ্গে মতাদর্শ মেলে না শর্মিলার। সেই ফাটল অনেক আগেই ধরেছিল। যার জেরে দাদার দল ছেড়ে দিয়ে ২০২১ সালে নিজের দল ওয়াইএসআরটিপি গড়েছিলেন শর্মিলা। গত বছর তেলেঙ্গানার নির্বাচনে জানিয়ে দিয়েছিলেন, ভোট না কাটার ভাবনা নিয়েই গোটা তেলেঙ্গানায় কংগ্রেসকে সমর্থন করবে তার দল। বাস্তবেও তাই হয়েছিল।

সোনিয়া, রাহুলের মন জয় করেছেন শর্মিলা। ওদিকে অন্ধ্রপ্রদেশে জগন মোহনের দল এয়াইএসআর কংগ্রেসের সামনে দক্ষিণী রাজ্যে ফিকে হয়েছে কংগ্রেস। সেখানে ‘হাত’ শক্ত করতে জগনের বোনকেই অন্ধ্রপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি করতে পারে সোনিয়াদের দল। আর তাও যদি না হয়, তবে সর্বভারতীয় স্তরে শর্মিলাকে সম্মানজনক কোনও পদে বসাতে পারে কংগ্রেস।

মঙ্গলবার নিজের বাসভবনে দলীয় নেতাদের ডেকে কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তার সঙ্গে দলের আরও অনেকেই যোগ দিতে পারে গ্র্যান্ড ওল্ড পার্টিতে। সেক্ষেত্রে তেলেঙ্গানা ও অন্ধ্রে বাড়তি শক্তি পাবে কংগ্রেস।

উল্লেখ্য, এনডিএ তে সরসারি যোগ না দিলেও জগন মোহনের সঙ্গে সম্পর্ক ভালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ঘুরপথে বিজেপির কর্মকাণ্ডে জগন মোহনের সমর্থন থাকে বলে অভিযোগ ওঠে বারবার। জগনের গেরুয়া প্রীতি ভালো চোখে দেখেন না বোন শর্মিলা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কংগ্রেসে যোগ দিচ্ছেন জগন মোহন রেড্ডির বোন শর্মিলা, দাদার বিরুদ্ধে গিয়ে অন্ধ্রে ‘হাত’ মজবুত করবেন

আপডেট : ২ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: জল্পনা–কল্পনার দিন শেষ। আগামী ৪ জানুয়ারি দিল্লিতে মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া, রাহুলকে সাক্ষী রেখে কংগ্রেসে যোগ দেবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর বোন ওয়াই এস শর্মিলা। দাদা ওয়াই এস জগন মোহন রেড্ডির সঙ্গে মতাদর্শ মেলে না শর্মিলার। সেই ফাটল অনেক আগেই ধরেছিল। যার জেরে দাদার দল ছেড়ে দিয়ে ২০২১ সালে নিজের দল ওয়াইএসআরটিপি গড়েছিলেন শর্মিলা। গত বছর তেলেঙ্গানার নির্বাচনে জানিয়ে দিয়েছিলেন, ভোট না কাটার ভাবনা নিয়েই গোটা তেলেঙ্গানায় কংগ্রেসকে সমর্থন করবে তার দল। বাস্তবেও তাই হয়েছিল।

সোনিয়া, রাহুলের মন জয় করেছেন শর্মিলা। ওদিকে অন্ধ্রপ্রদেশে জগন মোহনের দল এয়াইএসআর কংগ্রেসের সামনে দক্ষিণী রাজ্যে ফিকে হয়েছে কংগ্রেস। সেখানে ‘হাত’ শক্ত করতে জগনের বোনকেই অন্ধ্রপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি করতে পারে সোনিয়াদের দল। আর তাও যদি না হয়, তবে সর্বভারতীয় স্তরে শর্মিলাকে সম্মানজনক কোনও পদে বসাতে পারে কংগ্রেস।

মঙ্গলবার নিজের বাসভবনে দলীয় নেতাদের ডেকে কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তার সঙ্গে দলের আরও অনেকেই যোগ দিতে পারে গ্র্যান্ড ওল্ড পার্টিতে। সেক্ষেত্রে তেলেঙ্গানা ও অন্ধ্রে বাড়তি শক্তি পাবে কংগ্রেস।

উল্লেখ্য, এনডিএ তে সরসারি যোগ না দিলেও জগন মোহনের সঙ্গে সম্পর্ক ভালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ঘুরপথে বিজেপির কর্মকাণ্ডে জগন মোহনের সমর্থন থাকে বলে অভিযোগ ওঠে বারবার। জগনের গেরুয়া প্রীতি ভালো চোখে দেখেন না বোন শর্মিলা।