০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুচকাওয়াজের মহড়া উপলক্ষ্যে বন্ধ থাকবে শহরের বেশ কিছু রাস্তা, জানাল পুলিশ

ইমামা খাতুন
  • আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
  • / 15

পুবের কলম প্রতিবেদক : প্রতি বছরের মতো এবছরও রেড রোডে সাড়ম্বরে পালিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সেই উপলক্ষে কুচকাওয়াজও হবে। আর সেই প্যারেড এবং কুচকাওয়াজের মহড়া শুরু হবে ৪ অগাস্ট, সোমবার থেকে। চলবে ৮ অগাস্ট, বৃহস্পতিবার পর্যন্ত।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, কুচকাওয়াজের মহড়ার জন্য এই ৪ দিন কলকাতা ময়দান এবং সংলগ্ন এলাকার কয়েকটি রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে। সঙ্গে বন্ধ থাকবে জনসাধারণের হাঁটাচলাও। ভোর ৫টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে রেড রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড (উত্তরমুখী গাড়িগুলির জন্য), হসপিটাল রোড, পলাশি গেট রোড, লাভার্স লেন, কিংসওয়ের মতো রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে।

আরও পড়ুন: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রথম দিনেই ৬৩২ শিবিরে কাজ শুরু, ট্যুইট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

প্রোটোকল মেনে এবছরও রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন। বর্ণাঢ্য অনুষ্ঠানে দেখা যাবে কুচকাওয়াজ এবং ট্যাবলো প্রদর্শনী। তার আগে চলবে সেই কুচকাওয়াজের মহড়া।

আরও পড়ুন: ডিসেম্বরে কলকাতায় মেসি

উল্লেখ্য, নাগাড়ে চলা বৃষ্টির কারণে এমনিতেই গত কয়েকদিন ধরে কলকাতায় যান চলাচলের গতি ধীর হয়ে গেছে। তার উপর ভারী বৃষ্টির জেরে একাধিক রাস্তা জলমগ্ন থাকায় গাড়ি চলাচল করতে সমস্যা হচ্ছে। দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যামে আটকে থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। অন্যদিকে, সম্প্রতি মেট্রোর পিলারে ফাটল দেখা দেওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কবি সুভাষ প্রান্তিক স্টেশনটি।

আরও পড়ুন: চলতি মাসেই উত্তরবঙ্গে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

আপাতত দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। চাপ পড়ছে নিত্য যাতায়াতে। এই স্টেশনে ট্রেন থেকে নেমে অসংখ্য মানুষ কলকাতার বিভিন্ন এলাকায় কাজ করতে আসেন। ফলে হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। এই পরিষেবা আবার কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুচকাওয়াজের মহড়া উপলক্ষ্যে বন্ধ থাকবে শহরের বেশ কিছু রাস্তা, জানাল পুলিশ

আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার

পুবের কলম প্রতিবেদক : প্রতি বছরের মতো এবছরও রেড রোডে সাড়ম্বরে পালিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সেই উপলক্ষে কুচকাওয়াজও হবে। আর সেই প্যারেড এবং কুচকাওয়াজের মহড়া শুরু হবে ৪ অগাস্ট, সোমবার থেকে। চলবে ৮ অগাস্ট, বৃহস্পতিবার পর্যন্ত।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, কুচকাওয়াজের মহড়ার জন্য এই ৪ দিন কলকাতা ময়দান এবং সংলগ্ন এলাকার কয়েকটি রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে। সঙ্গে বন্ধ থাকবে জনসাধারণের হাঁটাচলাও। ভোর ৫টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে রেড রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড (উত্তরমুখী গাড়িগুলির জন্য), হসপিটাল রোড, পলাশি গেট রোড, লাভার্স লেন, কিংসওয়ের মতো রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে।

আরও পড়ুন: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রথম দিনেই ৬৩২ শিবিরে কাজ শুরু, ট্যুইট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

প্রোটোকল মেনে এবছরও রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন। বর্ণাঢ্য অনুষ্ঠানে দেখা যাবে কুচকাওয়াজ এবং ট্যাবলো প্রদর্শনী। তার আগে চলবে সেই কুচকাওয়াজের মহড়া।

আরও পড়ুন: ডিসেম্বরে কলকাতায় মেসি

উল্লেখ্য, নাগাড়ে চলা বৃষ্টির কারণে এমনিতেই গত কয়েকদিন ধরে কলকাতায় যান চলাচলের গতি ধীর হয়ে গেছে। তার উপর ভারী বৃষ্টির জেরে একাধিক রাস্তা জলমগ্ন থাকায় গাড়ি চলাচল করতে সমস্যা হচ্ছে। দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যামে আটকে থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। অন্যদিকে, সম্প্রতি মেট্রোর পিলারে ফাটল দেখা দেওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কবি সুভাষ প্রান্তিক স্টেশনটি।

আরও পড়ুন: চলতি মাসেই উত্তরবঙ্গে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

আপাতত দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। চাপ পড়ছে নিত্য যাতায়াতে। এই স্টেশনে ট্রেন থেকে নেমে অসংখ্য মানুষ কলকাতার বিভিন্ন এলাকায় কাজ করতে আসেন। ফলে হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। এই পরিষেবা আবার কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।