১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাম মন্দিরে অবশ্যই যাব, কিন্তু সেটা লোকসভার আগে নয় : শশী থারুর

সামিমা এহসানা
  • আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার
  • / 13

পুবের কলম ওয়েব ডেস্ক: কংগ্রেস এখনও জানে না, রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তাদের অবস্থান কি হবে। অ্যান্টি হিন্দু ট্যাগ থেকে বাঁচতে রিজার্ভ করে রাখা চেয়ারে গিয়ে তারা বসবে, নাকি সংখ্যালঘুদের কথা মাথায় রেখে বয়কট করবে। কংগ্রেস এখনও জল মাপছে। পড়শিদের গতিবিধি দেখে তারা নিজেদের অবস্থান নিয়ে মুখ খুলবে। কিন্তু বৃহস্পতিবার রাম মন্দির নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন ‘হোয়াই আই অ্যাম আ হিন্দু’ এর লেখক ও কংগ্রেস নেতা শশী থারুর।

তিনি বলেন, রাম মন্দিরে আমি অবশ্যই যাব। কিন্তু উদ্বোধন অর্থাৎ বিজেপির ‘রাজনৈতিক মহাঅপচয়’ এর দিনে আমি যাব না। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে রাজনীতি করার জন্য রাম মন্দিরে যাব না। ভোট মিটলে অবশ্যই যাব।

তিরুবনন্তপুরমের সাংসদ বলেন, আমার রাম মন্দির দর্শনকে রানজৈতিকভাবে ব্যাখ্যা করা ঠিক হবে না। বুধবারই থারুর বলেছিলেন, ধর্ম ব্যক্তিগত বিষয়। সরকারের ভাবনার বিষয় নয়।

তিনি বলেন, মন্দিরকে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের স্থান হিসেবে দেখি আমি। রাজনৈতিক নাটকের মঞ্চ হিসেবে নয়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাম মন্দিরে অবশ্যই যাব, কিন্তু সেটা লোকসভার আগে নয় : শশী থারুর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: কংগ্রেস এখনও জানে না, রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তাদের অবস্থান কি হবে। অ্যান্টি হিন্দু ট্যাগ থেকে বাঁচতে রিজার্ভ করে রাখা চেয়ারে গিয়ে তারা বসবে, নাকি সংখ্যালঘুদের কথা মাথায় রেখে বয়কট করবে। কংগ্রেস এখনও জল মাপছে। পড়শিদের গতিবিধি দেখে তারা নিজেদের অবস্থান নিয়ে মুখ খুলবে। কিন্তু বৃহস্পতিবার রাম মন্দির নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন ‘হোয়াই আই অ্যাম আ হিন্দু’ এর লেখক ও কংগ্রেস নেতা শশী থারুর।

তিনি বলেন, রাম মন্দিরে আমি অবশ্যই যাব। কিন্তু উদ্বোধন অর্থাৎ বিজেপির ‘রাজনৈতিক মহাঅপচয়’ এর দিনে আমি যাব না। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে রাজনীতি করার জন্য রাম মন্দিরে যাব না। ভোট মিটলে অবশ্যই যাব।

তিরুবনন্তপুরমের সাংসদ বলেন, আমার রাম মন্দির দর্শনকে রানজৈতিকভাবে ব্যাখ্যা করা ঠিক হবে না। বুধবারই থারুর বলেছিলেন, ধর্ম ব্যক্তিগত বিষয়। সরকারের ভাবনার বিষয় নয়।

তিনি বলেন, মন্দিরকে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের স্থান হিসেবে দেখি আমি। রাজনৈতিক নাটকের মঞ্চ হিসেবে নয়।