দীপাবলি–ছটে রেলপথে বিশেষ নজির, ১০২৪ ট্রেনের ঘোষণা — আসছে স্পেশাল বন্দে ভারত

- আপডেট : ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 135
পুবের কলম ওয়েবডেস্ক: দীপাবলি ও ছট উপলক্ষে এবার নতুন রেকর্ড গড়ল ভারতীয় রেল। উৎসব মরসুমে চলবে ১০২৪টি বিশেষ ট্রেন, যার মধ্যে অন্যতম আকর্ষণ স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস। এই প্রথম উৎসব মরশুমে বন্দে ভারতের বিশেষ পরিষেবা চালু হচ্ছে। নর্দার্ন রেলওয়ের মুখপাত্র হিমাংশুশেখর উপাধ্যায় জানান, ১১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নয়াদিল্লি–পাটনা রুটে চলবে এই ট্রেন।
নয়াদিল্লি থেকে সকাল ৮টা ৩৫–এ ছাড়বে ট্রেনটি, পথে থামবে আলিগড়, কানপুর, প্রয়াগরাজ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, বক্সার ও আরা স্টেশনে। রাত সাড়ে ৯টার মধ্যে পৌঁছবে পাটনা। ফিরতি ট্রেন ছাড়বে সকাল ১০টায়, পৌঁছবে রাত সাড়ে ১১টায়।
‘বন্দে ভারত ২.০’ রেকের এই ট্রেনে ১৬টি কামরা ও ১১২৮ আসন রয়েছে, উন্নত ‘কবচ’ সুরক্ষা ব্যবস্থাসহ আরও আরামদায়ক সুবিধা থাকবে যাত্রীদের জন্য।