০৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পেয়ারা পাড়তে গিয়ে দেওয়াল চাপা পড়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু

মারুফা খাতুন
  • আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
  • / 74

কুতুব উদ্দিন মোল্লা : পেয়ারা পাড়তে গিয়ে পুরাতন ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের। মৃতের নাম রবিউল লস্কর (১২)। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দক্ষিণ অঙ্গদবেড়িয়া গ্রামে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ক্যানিং থানার পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ের দক্ষিণ অঙ্গদবেড়িয়া গ্রামের ওই বালক স্থানীয় ট্যাংরাখালি পরশুরাম যামিনীপ্রাণ উচ্চমাধ্যমিক হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এদিন বিকলে নিজেদের পুরাতন পাকা ঘরের দেওয়ালে উঠে পেয়ারা পাড়ছিল। আচমকা ইটের পাকা দেওয়াল ভেঙে পড়ে। দেওয়ালের নীচে চাপা পড়ে ওই বালক।

স্থানীয়রা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায়। ওই বালক কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষনা করেন। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পেয়ারা পাড়তে গিয়ে দেওয়াল চাপা পড়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

কুতুব উদ্দিন মোল্লা : পেয়ারা পাড়তে গিয়ে পুরাতন ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের। মৃতের নাম রবিউল লস্কর (১২)। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দক্ষিণ অঙ্গদবেড়িয়া গ্রামে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ক্যানিং থানার পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ের দক্ষিণ অঙ্গদবেড়িয়া গ্রামের ওই বালক স্থানীয় ট্যাংরাখালি পরশুরাম যামিনীপ্রাণ উচ্চমাধ্যমিক হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এদিন বিকলে নিজেদের পুরাতন পাকা ঘরের দেওয়ালে উঠে পেয়ারা পাড়ছিল। আচমকা ইটের পাকা দেওয়াল ভেঙে পড়ে। দেওয়ালের নীচে চাপা পড়ে ওই বালক।

স্থানীয়রা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায়। ওই বালক কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষনা করেন। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।