চলতি মাসেই চালু হবে দেশের সব থেকে হাই স্পিড ট্রেন র্যাপিডএক্স

- আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার
- / 75
পুবের কলম,ওয়েবডেস্ক: করমণ্ডল দুর্ঘটনার উত্তেজনার মধ্যেই নতুন এক ট্রেন চালু হতে চলেছে দেশে। নাম র্যাপিডএক্স। যা ভারতের বর্তমান সেমি হাই স্পিড ট্রেন’কে ব্যাপক প্রতিযোগিতার মুখোমুখি ফেলতে পারে। গাজিয়াবাদ হয়ে দিল্লি এনসিআর এবং মিরাটের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে নতুন এই ট্রেনটি। ভারতের মধ্যে প্রথম আঞ্চলিকভাবে দিল্লিতে শুরু হবে এই ট্রেনের পরিষেবা।
জানা গেছে, সব কিছু ঠিক থাকলে জুন মাসেই চালু হয়ে যাবে ‘র্যাপিডএক্স’ ট্রেনটি। তবে ভারতীয় রেল নয়, এই ট্রেন চালাবে এনসিআরটিসি (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন)।
এনসিআরসিটিসি-র সঙ্গে রেলের কোনও সম্পর্ক নেই। রাজধানী দিল্লির আশপাশের এলাকায় ট্রেন চালানোর জন্য কেন্দ্রের সঙ্গে দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশ সরকারে যৌথ উদ্যোগে তৈরি হয় এনসিআরসিটিসি। নেতৃত্ব দেয় কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রক। ১৯৫৬ সালের কোম্পানি আইন অনুযায়ী এই সংস্থা তৈরি হয় ২০১৩ সালে। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিআর) দিল্লি, ফরিদাবাদ, গাজিয়াবাদ, গুরুগ্রাম, নয়ডার মতো শহরের বাসিন্দাদের দ্রুত গতির রেল পরিষেবা দিতেই এই সংস্থা তৈরি হয়। এখন সেই সংস্থাই ‘র্যাপিডএক্স’ ট্রেন পরিষেবা চালু করতে চলেছে। রাজধানী থেকে নিজের শহরে কাজের শেষে ফিরে যাওয়ার সুবিধা দিতেই এই ট্রেনের পরিকল্পনা করা হয়।