ভগবন্তেই আস্থা পঞ্জাবে, ব্যর্থ ‘ অপারেশন লোটাস ‘ বলছেন আপ নেতৃত্ব
- আপডেট : ৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার
- / 91

Punjab CM Bhagwant Mann announce 300 units of free electricity for residents of the state. Tribune photo
পুবের কলম ওয়েবডেস্ক: পঞ্জাবে সফল হলো না অপারেশন লোটাস। আস্থা ভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।১১৭ জন বিধায়কের মধ্যে ৯৩ জনই মানের সরকারের পক্ষে ভোট দিয়েছেন। আস্থা ভোটের সময় কংগ্রেস বিধায়করা ওয়ালআউট করেন। বিরোধিতায় সামিল হন বিজেপি বিধায়করাও। তাও মান সরকারের জয়কে আটকানো যায়নি।
উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিজেই আস্থা ভোটের কথা বলেন। এরপর বিধানসভায় সেই প্রস্তাব পাশ হওয়ার পর শুরু হয় ভোটাভুটি। সোমবার প্রস্তাবের পক্ষে আলোচনার শুরু হয় ভোটাভুটি।
স্পিকার বলেন যারা প্রস্তাবের পক্ষে তাঁরা যেন হাত তুলে সমর্থন জানান। যাঁরা বিপক্ষে তাদেরও হাত তুলতে বলা হয়।
গণনার পরে দেখা যায়, ৯১ জন আপ বিধায়ক-সহ মোট ৯৩ জনই ভগবন্ত মানের সরকারকে সমর্থন জানাচ্ছেন। ফলে স্পিকার জানিয়ে দেন, সর্বসম্মতিক্রমে আস্থা ভোটের প্রস্তাব পাস হয়েছে।