রাজৌরিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই সেনা জওয়ান, আহত ৪

- আপডেট : ৫ মে ২০২৩, শুক্রবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। রাজৌরিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই জওয়ান। আহত আরও চারজন। সেনাসূত্রে জানা গিয়েছে, রাজৌরিতে এনকাউন্টার চালানোর সময় সন্ত্রাসীরা অতর্কিতে আক্রমণ চালায়। গোপন সূত্রে খবর পেয়ে জানা যায়, সন্ত্রাসীরা ওখানে গোপনে ঘাঁটি গেড়েছে। তাদের ধরতেই এই এনকাউন্টার বলে জানা গিয়েছে। পুলিশ, সেনা ও সিআরপিএফ জওয়ানদের যৌথ দল চালাচ্ছে এই অভিযান। জঙ্গি দমন অভিযানে নামল ভারতীয় সেনার জওয়ানরা। গত তিনদিন ধরে কাশ্মীরে এই তৃতীয় অভিযান চালাবে।
সেনা সূত্রে জানা গিয়েছে, রাজৌরি জেলার ওই এলাকায় ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের ধরতেই এই এনকাউন্টার বলে জানা গিয়েছে। সন্ত্রাসীদের ধরতে গুলি চালায় অভিযান চালায় যৌথ বাহিনী। জওয়ানরা ভিতরে ঢোকার চেষ্টা করলে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। এই এনকাউন্টারে জঙ্গির গুলিতে প্রাণ হারিয়েছেন দুই সেনা জওয়ান। তার মধ্যে রয়েছেন এক সেনা অফিসার। রাজৌরির বানয়ারি হিলস এখনও গুলির লড়াই চলছে।