অবিবাহিত তরুণী অন্তঃস্বত্ত্বা, রাগে তরুণীকে পুড়িয়ে হত্যার চেষ্টা মা-ভাইয়ের

- আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: অন্তঃস্বত্ত্বা তরুণীকে পুড়িয়ে হত্যার চেষ্টা উত্তরপ্রদেশে। অবিবাহিত তরুণীর অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর মেনে নিতে পারেনি পরিবার। একপ্রকার মেয়ের এই কর্মকাণ্ডে রাগে ফুসছিল তাঁরা। মা এবং ভাই ওই তরুণীকে একটি জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর কাছে অন্তঃস্বত্ত্বা হওয়ার বিষয়টি জানতে চান পরিবার। এই সন্তানের বাবা কে বারবার জিজ্ঞাসা করা হলেও তরুণী কিছুই জানায়নি। এরপরই তরুণীকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় পরিবার। ২১ বছর বয়সী তরুণীকে জঙ্গলে নিয়ে যায় তাঁর মা এবং ভাই। সেখানেই তরুণীর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঠিক ওই সময় কয়েকজন কৃষক জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় তরুণীর আর্তনাদ শুনে ঘটনাস্থলে আসেন। তারাই অর্ধদগ্ধ তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তরুণীর অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে মেরঠের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মা ও ভাইকে আটক করেছে পুলিশ।