২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উন্নাও ধর্ষণকাণ্ডে ক্ষোভে ফুঁসছে পরিবার, সিবিআইয়ের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন

 

উন্নাও ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিন মঞ্জুর হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে নির্যাতিতা ও তাঁর পরিবার। তাদের অভিযোগ, সিবিআই যদি সত্যিই আক্রান্তের পাশে থাকত, তবে দোষী কোনওদিনই জামিন পেত না।
রবিবার সংবাদমাধ্যমকে নির্যাতিতার পরিবার জানায়, মামলার গুরুত্বপূর্ণ সময়ে সিবিআই তাদের আইনজীবীর সঙ্গে কোনও যোগাযোগ রাখেনি। নির্যাতিতা বলেন, “আমার বাবাকে খুন করা হয়েছে। আমাকে ও আমার স্বামীকে কাজ থেকে ছাঁটাই করা হয়েছে। আমাদের দু’টি ছোট সন্তান রয়েছে। এখন আমরা কী খাব, কোথায় যাব—সে কথা কেউ ভাবছে না।”
উল্লেখ্য, উত্তরপ্রদেশের উন্নাওয়ে কিশোরী অবস্থায় নির্যাতিতাকে ধর্ষণ করা হয়েছিল। পরে পুলিশ হেফাজতেই তাঁর বাবার মৃত্যু হয়। দিল্লি হাইকোর্ট সম্প্রতি কুলদীপ সিং সেঙ্গারের জামিনের আবেদন মঞ্জুর করেছে। যদিও আপাতত তিনি জেল থেকে মুক্তি পাননি, তবে যেকোনও সময় তাঁর ছাড়া পাওয়ার আশঙ্কা রয়েছে।
নির্যাতিতার বক্তব্য, “একটি পরিবারকে ভয় দেখিয়ে দোষীকে ছাড় দেওয়া কোনওভাবেই ন্যায়বিচার হতে পারে না।” দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে সিবিআই। তবে তাতেও কেন্দ্রীয় তদন্ত সংস্থার উপর আস্থা রাখতে পারছে না পরিবার। তাদের অভিযোগ, গোটা বিষয়টি সিবিআইয়েরই ‘চালাকি’।
এই রায়ের প্রতিবাদে গত শুক্রবার দিল্লিতে বিক্ষোভে সরব হন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক মারিয়াম ধাওলে। তিনি বলেন, নারীদের বিরুদ্ধে অত্যাচার ও অপরাধে জড়িতদের ছাড় দেওয়ার ঘটনায় বিজেপির ভূমিকা বারবার সামনে এসেছে। গুজরাটের বিলকিস বানু ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্তদের মুক্তি এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গও তোলেন তিনি।
এদিকে, সিপিআই(এম)-এর পলিট ব্যুরোও দিল্লি হাইকোর্টের রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এই জামিনের রায় বিচারব্যবস্থার উপর এক কালো দাগ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বিহারে ভয়াবহ রেল দুর্ঘটনা, সেতুর মুখে লাইনচ্যুত সিমেন্টবোঝাই মালগাড়ি, ছিটকে পড়ল ১৯টি বগি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উন্নাও ধর্ষণকাণ্ডে ক্ষোভে ফুঁসছে পরিবার, সিবিআইয়ের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার

 

উন্নাও ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিন মঞ্জুর হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে নির্যাতিতা ও তাঁর পরিবার। তাদের অভিযোগ, সিবিআই যদি সত্যিই আক্রান্তের পাশে থাকত, তবে দোষী কোনওদিনই জামিন পেত না।
রবিবার সংবাদমাধ্যমকে নির্যাতিতার পরিবার জানায়, মামলার গুরুত্বপূর্ণ সময়ে সিবিআই তাদের আইনজীবীর সঙ্গে কোনও যোগাযোগ রাখেনি। নির্যাতিতা বলেন, “আমার বাবাকে খুন করা হয়েছে। আমাকে ও আমার স্বামীকে কাজ থেকে ছাঁটাই করা হয়েছে। আমাদের দু’টি ছোট সন্তান রয়েছে। এখন আমরা কী খাব, কোথায় যাব—সে কথা কেউ ভাবছে না।”
উল্লেখ্য, উত্তরপ্রদেশের উন্নাওয়ে কিশোরী অবস্থায় নির্যাতিতাকে ধর্ষণ করা হয়েছিল। পরে পুলিশ হেফাজতেই তাঁর বাবার মৃত্যু হয়। দিল্লি হাইকোর্ট সম্প্রতি কুলদীপ সিং সেঙ্গারের জামিনের আবেদন মঞ্জুর করেছে। যদিও আপাতত তিনি জেল থেকে মুক্তি পাননি, তবে যেকোনও সময় তাঁর ছাড়া পাওয়ার আশঙ্কা রয়েছে।
নির্যাতিতার বক্তব্য, “একটি পরিবারকে ভয় দেখিয়ে দোষীকে ছাড় দেওয়া কোনওভাবেই ন্যায়বিচার হতে পারে না।” দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে সিবিআই। তবে তাতেও কেন্দ্রীয় তদন্ত সংস্থার উপর আস্থা রাখতে পারছে না পরিবার। তাদের অভিযোগ, গোটা বিষয়টি সিবিআইয়েরই ‘চালাকি’।
এই রায়ের প্রতিবাদে গত শুক্রবার দিল্লিতে বিক্ষোভে সরব হন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক মারিয়াম ধাওলে। তিনি বলেন, নারীদের বিরুদ্ধে অত্যাচার ও অপরাধে জড়িতদের ছাড় দেওয়ার ঘটনায় বিজেপির ভূমিকা বারবার সামনে এসেছে। গুজরাটের বিলকিস বানু ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্তদের মুক্তি এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গও তোলেন তিনি।
এদিকে, সিপিআই(এম)-এর পলিট ব্যুরোও দিল্লি হাইকোর্টের রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এই জামিনের রায় বিচারব্যবস্থার উপর এক কালো দাগ।