ক্যারিবিয়ান উপসাগরে বাড়তি মার্কিন নৌবহর, যুদ্ধের জন্য তৈরী ভেনেজুয়েলা

- আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 78
পুবের কলম ওয়েবডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয় দ্বীপে সামরিক বাহিনীর উপস্থিতি জোরদার করার চেষ্টা করছে। এমনকি তাদের সরকারকে উৎখাত করে দেওয়ার পরিকল্পনা করছে। মাদুরো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলার ওপর আক্রমণ যদি হয়ে থাকে তাহলে তিনি নিজের দেশকে রক্ষা করার জন্য সশস্ত্র প্রজাতন্ত্র গঠন করতেও দ্বিধা প্রকাশ করবেন না।
মাদুরো আরও বলেছেন, তাঁর দেশ যুদ্ধ নয় শান্তি চায়। কিন্তু যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব দেওয়ার জন্য ভেনেজুয়েলার সেনাবাহিনী পু্রোদমে প্রস্তুত। ভেনেজুয়েলা গত একশ বছরের মধ্য সবচেয়ে বড় মহাদেশীয় সংকটের মুখোমুখি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয় দ্বীপে ইতিমধ্যেই ১,২০০ ক্ষেপণাস্ত্র, একটি সাবমেরিন এবং আটটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই অভিযান মূলত মাদক চালান প্রতিরোধের জন্য পরিচালন করা হচ্ছে।
কিন্তু মনে করা হচ্ছে, এই পদক্ষেপ ভেনেজুয়েলার সামরিক হস্তক্ষেপের আশঙ্কা ক্রমশ বাড়িয়ে তুলছে। অপরদিকে ভেনেজুয়েলা তাদের সীমান্তে সেনা মোতায়েন করেছে। এছাড়া হাজারো নাগরিককে সশস্ত্র বাহি্নীতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন নিকোলাস মাদুরো। এমনকি আগামী দিনে এই বাহিনীতে আরও নৌবহর ও প্রায় চার হাজার সেনাও যোগ দিতে পারে বলে খবর।
ট্রাম্প আরও বলেছেন, মাদুরো যদি নিজেকে নির্দোষ প্রমাণ দিতে না পারেন তাহলে তাঁকে অবিলম্বে গ্রেফতার করা হোক। এমনকি ট্রাম্প মাদুরোর গ্রেফতারির জন্য পুরস্কারমূল্য বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার পর্যন্ত ঘোষণা করেছেন। ট্রাম্পের এই অভিযোগের বিরোধিতা করে জানানো হয়েছে ভেনেজুয়েলার কুখ্যাত অপরাধী সংগঠন ট্রেন ডি আরাগুয়ার সঙ্গে মাদুরোর সরাসরি কোনও যোগাযোগ নেই।