পুবের কলম ওয়েবডেস্কঃ ভার্চুয়াল দুনিয়ায় যে দিনভর কতকিছুর সন্ধান মেলে, আর তা ভাইরাল হয়ে যায় তার হিসাব রাখা মুসকিল। যেমন এই মুহূর্তে নেটপাড়ায় চর্চা চলছে স্যান্ডউইচ শু নিয়ে। । একবারে অবিকল যেন ব্রেড স্যান্ডউইচ। দুটো পাউরুটির মধ্যে রয়েছে সসেজ, গ্রিন ভেজিস আরও কত কি
তবে দেখতে যতই অদ্ভুত হোক না কেন, এর জনপ্রিয়তা কিন্তু আকাশ ছোঁয়া। জুতো কেনার জন্য লম্বা লাইন ‘ডলস কিল’ নামের এক ওয়েব সাইটে। এই জুতোর দাম ৮ হাজার ৫০০ টাকা! শখ মেটাতে কে আর দাম নিয়ে মাথা ঘামায় বলুন তো?
ফ্যাশন দুনিয়ায় এইসব হরেক কিসিমের ডিজাইনার জুতো কোন নতুন বিষয় নয়।স্যান্ডউইচ শু কিন্তু এই সবকে পিছনে ফেলে দিয়েছে। একসময় তো ‘গুচি’ ব্যান্ডের ‘ক্যাটস আই’ জুতো হইচই ফেলে দিয়েছিল গোটা ফ্যাশন দুনিয়ায়। জুতোর মধ্যে বিড়ালের মুখের ছাপ থাকায় আপত্তি তুলেছিলেন পশুপ্রেমীরা। সে যাই হোক, আর ভাবনা চিন্তা করে লাভ নেই, বরং অর্ডার করেই ফেলুন এই স্যান্ডউইচ শু।




























