প্রিটোরিয়া, ১৭ নভেম্বর: ইসরাইলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা। সূত্রের খবর, দেশে ইসরাইলি দূতাবাস বন্ধ করে দিতে সংসদে একটি বিল উত্থাপন করবে বিরোধী দল ইকোনোমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ)। আর তাতে সমর্থন জানানোর কথা আগে থেকেই বলে রেখেছে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। ওই বিল নিয়ে দক্ষিণ আফ্রিকার সংসদে আলোচনা হবে। আর বিলটি পাস হলে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত ইসরাইলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে দেশটি।
বুধবার দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী নালেদি প্যান্ডর বলেছেন,’ ইসরাইলি বাহিনী গাজায় যে ধরনের নৃশংসতা চালাচ্ছে, তাতে আমরা আতঙ্কিত। তাদের হিংস্রতা ক্রমেই ভয়াবহ হচ্ছে।’ উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে গাজায় নির্বিচারে হামলা চালানোর দায়ে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্ট রিসিল রামাফোসা ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ দায়েরের তথ্যটি নিশ্চিত করেছেন।































