সোনারপুরে আগ্নেয়াস্ত্র-সহ গেফতার ৩
- আপডেট : ১৪ মে ২০২৫, বুধবার
- / 144
উদ্ধার চারটি বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর: সোনারপুরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩, উদ্ধার চারটি বন্দুক,৮ রাউন্ড গুলি। সোনারপুরের লাঙলবেড়িয়া এলাকা থেকে সোমবার রাতে চাঞ্চল্যকর অস্ত্র উদ্ধার ঘটনার পর পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি শর্টগান ও একটি লং আর্মস বন্দুক। পাশাপাশি উদ্ধার হয়েছে ৮ রাউন্ড তাজা গুলিও। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।এই ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ লাঙলবেড়িয়া থেকে প্রথমে গ্রেফতার করা হয় বিক্রম বাঁশি নামে এক যুবককে।
গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ প্রথমে বিক্রম বাঁশি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে, যার কাছ থেকে একটি ওয়ান শাটার উদ্ধার হয়। উল্লেখযোগ্যভাবে, ২০১৫ সালেও বিক্রমকে অস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই আরও দু’জন অনুপ বিশ্বাস ওরফে পকাই এবং হেমন্ত বাঁশি ওরফে স্নেকের সন্ধান মেলে। ওই দুই ব্যক্তির কাছ থেকে আরও দুইটি ছোট ওয়ান শাটার বন্দুক ও একটি বড় নল ওয়ালা বন্দুক উদ্ধার হয়। সঙ্গে মেলে ৮ রাউন্ড লাইভ কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,এই আগ্নেয়াস্ত্র গুলো তারা কিনেছিল বছর তিনেক আগে বিষ্ণুপুরের কুখ্যাত দুষ্কৃতি সাধনের কাছ থেকে। যদিও ধৃতদের নামে আগে কোনও বড় অপরাধের রেকর্ড নেই,তদন্ত কারীদের দাবি, এই অস্ত্র দিয়ে তারা ভয় দেখিয়ে এলাকায় তোলাবাজি চালাত। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তাদের কাছ থেকে অস্ত্র সরবরাহ চক্র এবং তোলাবাজির আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।






























