০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মন্দিরে প্রবেশ করায় দলিত পরিবারের ৬ সদস্যের উপর হামলার অভিযোগ

কচ্ছ,গুজরাত: যে দেশের রাষ্ট্রপতি দলিত সম্প্রদায়ের মানুষ। যে দেশের প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে চলার কথা বলেন। সেই দেশেই আবার দলিতদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি হয়! ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গুজরাতের কচ্ছ জেলার গান্ধিধাম এলাকায়। তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমাশাসক।
গুজরাতের কচ্ছ জেলার গান্ধিধাম শহরের কাছে তাদের গ্রামের একটি মন্দিরে যাওয়ার জন্য একটি দলিত পরিবারের ছয় সদস্যকে প্রায় ২০ জন লোক আক্রমণ করে বলে অভিযোগ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কিশোরসিংহ জালা সংবাদ সংস্থা পিটিআইকে একথা জানিয়েছেন। “এই বিষয়ে দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল, একটি গোবিন্দ ভাঘেলার এবং অন্যটি তার বাবা জগাভাইয়ের । দুজনের দাবি, প্রায় ২০ জন লোক তাদের ওপর হামলা চালায়।
ওই দলিতরা রাম মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিল।মন্দিরের বোর্ডে লেখা ছিল, ‘দলিতদের মন্দিরে ভিতরে প্রবেশ নিষিদ্ধ’। এমনকী রামায়ণ পাঠের অনুষ্ঠানে যোগ দিতে আসা দলিত সম্প্রদায়ের মানুষদের চলে যেতে বলেন মন্দিরের পুরোহিত। ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়। চাপে পড়ে শেষপর্যন্ত অবশ্য বোর্ডটি খুলে দিতে বাধ্য হন মন্দিরের পুরোহিত । তবে মন্দিরের পুরোহিত সাফ জানিয়েছেন, দলিতদের মন্দিরের ভিতরে ঢুকতে দেবেন না তিনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মন্দিরে প্রবেশ করায় দলিত পরিবারের ৬ সদস্যের উপর হামলার অভিযোগ

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, রবিবার

কচ্ছ,গুজরাত: যে দেশের রাষ্ট্রপতি দলিত সম্প্রদায়ের মানুষ। যে দেশের প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে চলার কথা বলেন। সেই দেশেই আবার দলিতদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি হয়! ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গুজরাতের কচ্ছ জেলার গান্ধিধাম এলাকায়। তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমাশাসক।
গুজরাতের কচ্ছ জেলার গান্ধিধাম শহরের কাছে তাদের গ্রামের একটি মন্দিরে যাওয়ার জন্য একটি দলিত পরিবারের ছয় সদস্যকে প্রায় ২০ জন লোক আক্রমণ করে বলে অভিযোগ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কিশোরসিংহ জালা সংবাদ সংস্থা পিটিআইকে একথা জানিয়েছেন। “এই বিষয়ে দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল, একটি গোবিন্দ ভাঘেলার এবং অন্যটি তার বাবা জগাভাইয়ের । দুজনের দাবি, প্রায় ২০ জন লোক তাদের ওপর হামলা চালায়।
ওই দলিতরা রাম মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিল।মন্দিরের বোর্ডে লেখা ছিল, ‘দলিতদের মন্দিরে ভিতরে প্রবেশ নিষিদ্ধ’। এমনকী রামায়ণ পাঠের অনুষ্ঠানে যোগ দিতে আসা দলিত সম্প্রদায়ের মানুষদের চলে যেতে বলেন মন্দিরের পুরোহিত। ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়। চাপে পড়ে শেষপর্যন্ত অবশ্য বোর্ডটি খুলে দিতে বাধ্য হন মন্দিরের পুরোহিত । তবে মন্দিরের পুরোহিত সাফ জানিয়েছেন, দলিতদের মন্দিরের ভিতরে ঢুকতে দেবেন না তিনি।