০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোরের লোকাল ট্রেনের কামরায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ নভেম্বর ২০২২, রবিবার
  • / 37

 

 

আরও পড়ুন: মোবাইলে চোখ রাখা নয়, সকালে ঘুম থেকে উঠে কি করেন ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গ, জানলে চমকে উঠবেন

ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ড হারবারঃ ভোরের লোকাল ট্রেনে যাত্রীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা ষ্টেশনে। আহত ব্যক্তি মসিয়ার জমাদার(৩৮) নেতড়ার বাসিন্দা।
রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটে নেতড়া স্টেশন থেকে শিয়ালদহ আপ লোকাল ট্রেনে চেপে গড়িয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন মসিয়ার জমাদার। নেতড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লে ট্রেনের কামরায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মসিয়ার জমাদারের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ মারে মসিয়ার জমাদারকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রেনের কামরার মধ্যে পরে দেউলা ষ্টেশন এলে ট্রেন থেকে নেমে দুষ্কৃতীরা চম্পট দেয়। অন্যদিকে ট্রেনের যাত্রীরা আশঙ্কাজনক অবস্থায় মসিয়ার জমাদারকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন।
জানাযায়, মসিয়ার জমাদার পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করেন। গড়িয়াতে তার দোকান রয়েছে। নিত্যদিনের মত রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটের শিয়ালদহ আপ লোকাল ট্রেনে ওঠে। সেই সময় দুষ্কৃতীরা তার পেছনে ধাওয়া করে ট্রেনে চাপে। তবে ঘটনার পেছনে পুরনো শত্রুতা রয়েছে বলে জানায় মসিয়ার জমাদারের পরিবার। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার জি আর পি থানার পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোরের লোকাল ট্রেনের কামরায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টা

আপডেট : ৬ নভেম্বর ২০২২, রবিবার

 

 

আরও পড়ুন: মোবাইলে চোখ রাখা নয়, সকালে ঘুম থেকে উঠে কি করেন ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গ, জানলে চমকে উঠবেন

ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ড হারবারঃ ভোরের লোকাল ট্রেনে যাত্রীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা ষ্টেশনে। আহত ব্যক্তি মসিয়ার জমাদার(৩৮) নেতড়ার বাসিন্দা।
রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটে নেতড়া স্টেশন থেকে শিয়ালদহ আপ লোকাল ট্রেনে চেপে গড়িয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন মসিয়ার জমাদার। নেতড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লে ট্রেনের কামরায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মসিয়ার জমাদারের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ মারে মসিয়ার জমাদারকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রেনের কামরার মধ্যে পরে দেউলা ষ্টেশন এলে ট্রেন থেকে নেমে দুষ্কৃতীরা চম্পট দেয়। অন্যদিকে ট্রেনের যাত্রীরা আশঙ্কাজনক অবস্থায় মসিয়ার জমাদারকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন।
জানাযায়, মসিয়ার জমাদার পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করেন। গড়িয়াতে তার দোকান রয়েছে। নিত্যদিনের মত রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটের শিয়ালদহ আপ লোকাল ট্রেনে ওঠে। সেই সময় দুষ্কৃতীরা তার পেছনে ধাওয়া করে ট্রেনে চাপে। তবে ঘটনার পেছনে পুরনো শত্রুতা রয়েছে বলে জানায় মসিয়ার জমাদারের পরিবার। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার জি আর পি থানার পুলিশ।