২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ফের গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইওল
ইমামা খাতুন
- আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার
- / 157
পুবের কলম,ওয়েব ডেস্ক: ফের গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইওল। সিউলের একটি আদালত তার বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর বৃহস্পতিবার রাতে তাঁকে আবার গ্রেফতার করা হয়।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বর্তমানে রাজধানী সিউলের একটি ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন ইওল। এর আগেও প্রায় ৫২ দিন বন্দি ওই একই সেন্টারে বন্দি ছিলেন তিনি। চার মাস আগে কৌশলগত কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছিল।
তার মুক্তিতে প্রমাণ লুঠপাট হওয়ার সম্ভাবনা থাকায় তাকে পুনরায় বন্দি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে আদালত জানিয়েছে, নিজের অপরাধের প্রমাণ ধ্বংস করে দিতে পারেন ইওল। তাই নতুন করে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গ্রেপ্তার করা হলো তাকে।





















































