পুবের কলম ওয়েবডেস্ক: আইটি কোম্পানি ‘উইপ্রো’র প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি দেশের সবচেয়ে বড় দানবীর ব্যবসায়ী। তিনি প্রতিদিন ২৭ কোটি টাকা দান করেছেন। এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি-২০২১ এর তালিকা অনুসারে, আজিম প্রেমজি ২০২০-২০২১ আর্থিক বছরে মোট ৯,৭১৩ কোটি টাকা দান করেছেন।
করোনা মহামারীর বছরে আজিম প্রেমজি তাঁর অনুদান প্রায় এক চতুর্থাংশ বাড়িয়েছেন। ওই তালিকায় এইচসিএল-এর শিব নাদার দ্বিতীয়স্থানে, যিনি ১,২৬৩ কোটি টাকার অবদান রেখেছেন। একই সময়ে, দেশের সবচেয়ে ধনী ব্যক্তি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৫৭৭ কোটি টাকার অবদান নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছেন।
দ্বিতীয় ধনী ভারতীয় এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি, দুর্যোগ ত্রাণের জন্য ১৩০ কোটি টাকা অনুদান দিয়ে দাতাদের তালিকায় আট নম্বরে রয়েছেন। কুমার মঙ্গলম বিড়লা ৩৭৭ কোটি টাকা দান করে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। এছাড়া ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি ১৮৩ কোটি টাকা দান করে তিনি ওই তালিকার পাঁচ নম্বরে রয়েছেন।
প্রসঙ্গত, আজিম প্রেমজি তাঁর নাম, সম্পদ এবং খ্যাতির পাশাপাশি উদারতার জন্য পরিচিত। তিনি অতীতে অর্থনৈতিকভাবে দুর্বলদের সুশিক্ষা দেওয়ার জন্য অনুদান দিয়ে এসেছেন। ২০১৯ সালের মার্চ মাসে, তিনি তাঁর কোম্পানির ৩৪ শতাংশ শেয়ার ভাল কাজের জন্য দান করেছিলেন।
আজিম প্রেমজি তাঁর বাবা মুহাম্মাদ হাসাম প্রেমজির কাছ থেকে ১৯৬৬ সালে ওয়েস্টার্ন ইন্ডিয়া ভেজিটেবল প্রোডাক্টস নামে একটি কোম্পানি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। পরবর্তীতে, এই সংস্থাটি ‘উইপ্রো’ হয়ে ওঠে এবং বর্তমানে এটি ভারতসহ বিশ্বের শীর্ষ আইটি সংস্থা হিসেবে স্বীকৃত হয়েছে।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
আজিম প্রেমজি সবচেয়ে বড় দানবীয় ব্যবসায়ী, তিন নম্বরে আম্বানি
-
সুস্মিতা - আপডেট : ৩১ অক্টোবর ২০২১, রবিবার
- 72
সর্বধিক পাঠিত



















