০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২০২৪ সালের আগেই গোটা ভারতজুড়ে নাগরিকত্ব আইন কার্যকর হবেই : শান্তনু ঠাকুর  

ইমামা খাতুন
  • আপডেট : ২১ নভেম্বর ২০২২, সোমবার
  • / 52

এম এ হাকিম, বনগাঁ :  কেন্দ্রীয়  প্রতিমন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ২০২৪ সালের আগেই গোটা ভারতজুড়ে নাগরিকত্ব আইন কার্যকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার  ঠাকুরনগরে তিনি দাবি করেন, বাংলায় সিএএ হবেই। কেউ আটকাতে পারবে না।  তিনি আরও বলেন, কেন্দ্র ‘সিএএ’ কার্যকর করার জন্য বদ্ধপরিকর। দু’বছর মহামারী পরিস্থিতি, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকা সহ একাধিক কারনে সিএএ করতে একটু বিলম্ব হচ্ছে।  আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি ২০২৪ সালের আগেই গোটা ভারতজুড়ে সিএএ কার্যকর হবেই।

 

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া যেখানে যেখানে প্রযোজ্য সেখানে  কার্যকর হবেই। এতে কেউ  বাধা দিতে পারবে না। কারণ, এটা সংসদে বিল পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। এখন কোনও  মুখ্যমন্ত্রী বলতে পারেন না যে, আমরা এটি লাগু করতে দেব না। তেমনটা হলে তা সংবিধান  বিরোধী মন্তব্য হবে। কারণ, এটা সংবিধান বিরোধী কথাবার্তা।’

আরও পড়ুন: নিষেধাজ্ঞার চাপ, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী ভারতগামী ট্যাংকারের পথ পরিবর্তন

 

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

 

মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ‘সিএএ’ কার্যকর হতে দেবেন না বলে যে মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গে শান্তুনু ঠাকুর বলেন, ‘ওনার অধিকারই নেই তো। ওনার যতটুকু অধিকার, যতটুকু দায়িত্ব, সেই দায়িত্ব পালনের বাইরে উনি যাবেন কী করে? উনি বলতেই পারেন না যে এটা কার্যকর হতে দেবেন না।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৪ সালের আগেই গোটা ভারতজুড়ে নাগরিকত্ব আইন কার্যকর হবেই : শান্তনু ঠাকুর  

আপডেট : ২১ নভেম্বর ২০২২, সোমবার

এম এ হাকিম, বনগাঁ :  কেন্দ্রীয়  প্রতিমন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ২০২৪ সালের আগেই গোটা ভারতজুড়ে নাগরিকত্ব আইন কার্যকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার  ঠাকুরনগরে তিনি দাবি করেন, বাংলায় সিএএ হবেই। কেউ আটকাতে পারবে না।  তিনি আরও বলেন, কেন্দ্র ‘সিএএ’ কার্যকর করার জন্য বদ্ধপরিকর। দু’বছর মহামারী পরিস্থিতি, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকা সহ একাধিক কারনে সিএএ করতে একটু বিলম্ব হচ্ছে।  আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি ২০২৪ সালের আগেই গোটা ভারতজুড়ে সিএএ কার্যকর হবেই।

 

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া যেখানে যেখানে প্রযোজ্য সেখানে  কার্যকর হবেই। এতে কেউ  বাধা দিতে পারবে না। কারণ, এটা সংসদে বিল পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। এখন কোনও  মুখ্যমন্ত্রী বলতে পারেন না যে, আমরা এটি লাগু করতে দেব না। তেমনটা হলে তা সংবিধান  বিরোধী মন্তব্য হবে। কারণ, এটা সংবিধান বিরোধী কথাবার্তা।’

আরও পড়ুন: নিষেধাজ্ঞার চাপ, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী ভারতগামী ট্যাংকারের পথ পরিবর্তন

 

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

 

মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ‘সিএএ’ কার্যকর হতে দেবেন না বলে যে মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গে শান্তুনু ঠাকুর বলেন, ‘ওনার অধিকারই নেই তো। ওনার যতটুকু অধিকার, যতটুকু দায়িত্ব, সেই দায়িত্ব পালনের বাইরে উনি যাবেন কী করে? উনি বলতেই পারেন না যে এটা কার্যকর হতে দেবেন না।’