জল যন্ত্রণায় বসিরহাটের ভ্যাবলা ও নেওরা দিঘির বাসিন্দারা

- আপডেট : ৮ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 15
পুবের কলম প্রতিবেদক : বর্ষা আসলেই প্রত্যেক বছর জল যন্ত্রণায় ভুগতে হয় বসিরহাটের পুর এলাকার বাসিন্দাদের। এবছরও ওই একই সমস্যায় জেরবার বসিরহাট পৌরসভার ১৮, ১৯ নম্বর ওয়ার্ড সহ বহু এলাকা। জল নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় প্রায় দু’মাস নোংরা জলের মধ্যেই বাস করতে হচ্ছে তাদের।
নোংরা জল ঘরের মধ্যে ঢুকে পড়ায় প্লাস্টিকের বেলচা দিয়ে সেঁচে বার করতে হচ্ছে। ওই নোংরা জল ডিঙিয়েই স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। এমনই চিত্র ধরা পড়েছে বসিরহাটের ১৮ নম্বর ওয়ার্ডের ভ্যাবলা মাঝেরপাড়া এলাকায়। পার্শ্ববর্তী ১৯ নম্বর ওয়ার্ডের নেওরা দীঘির ধার এলাকাও জলমগ্ন।
পৌরবাসীদের দাবি অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে। স্থায়ী পাকা ড্রেন করতে হবে। পাশেই রয়েছে ইছামতি নদী। তারপরেও কেন জলযন্ত্রনা থেকে মুক্তি পাচ্ছি না প্রশ্ন এলাকাবাসীর। স্থানীয়দের দাবি ড্রেনের মাধ্যমে সেই জল তো নদীতে ফেলা যেতে পারে। কিন্তু কোনো সুরাহা হচ্ছে না গত প্রায় ৪-৫ বছর ধরে।
উল্লেখ্য, বসিরহাট পৌরসভার মধ্যে একমাত্র কংগ্রেসের কাউন্সিলর বিশ্বজিৎ রায় এই ১৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন। তিনি এ ব্যাপারে শাসক দলের দিকেই আঙুল তুলেছেন। নিকাশি ব্যবস্থাকে ঢেলে না সাজানো পর্যন্ত এ দের অবস্থা চলতে থাকবে বলে মনে করছে বাসিন্দারা।