১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
৬ বছর পর জুতো পরলেন বিজেপি নেতা

সামিমা এহসানা
- আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার
- / 17
পুবের কলম ওয়েব ডেস্ক: টানা ৬ বছর খালি পায়ে হাঁটার পর শনিবার জুতো পরলেন মধ্যপ্রদেশ বিজেপির অনুপ্পুর জেলা শাখার প্রধান রামদাস পুরি। ২০১৭ সালে রামদাস শপথ করেছিলেন, যতদিন মধ্যপ্রদেশে সরকার গড়তে পারবে না বিজেপি, তিনি নিজের পায়ে জুতো পরবেন না। এরপর অপারেশন লোটাস চালিয়ে কমলনাথের কংগ্রেস সরকার ভেঙে দিয়ে ২০২০ সালে বিজেপি ক্ষমতা দখল করলেও জুতো পরেননি রামদাস। তিনি সম্ভবত চেয়েছিলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি ক্ষমতায় এলেই তিনি জুতো পরবেন।
এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি তা করে দেখালে, শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে পায়ে জুতো গলান রামদাস। এই ঘটনার ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন শিবরাজ সিং চৌহান।
Tag :
৬ বছর পর জুতো পরলেন বিজেপি নেতা BJP Leader Wears Shoes After 6 Years Shivraj Chouhan Shares Video