২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাজেট অধিবেশন-২০২২, কখন, কিভাবে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ জানুয়ারী ২০২২, শুক্রবার
  • / 78

ফাইল চিত্র

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা আবহের মধ্য দিয়ে এবছরের বাজেট পেশ হতে চলেছে। ২০২২ সালের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ১০ তম বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

করোনা আবহে সংসদে বাজেট অধিবেশন নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে নির্দিষ্ট সময় মেনেই শুরু হতে চলেছে বাজেট পেশ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে,  দুই দফার বাজেট পেশ করা হবে। আগামী ৩১ জানুয়ারি শুরু হতে চলেছে এবছরের সংসদের বাজেট অধিবেশন। আগামী ১ ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। প্রথম দফার অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ। চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন: ১ নভেম্বর থেকে জিএসটি রেজিস্ট্রেশন হবে আরও সহজে, জানালেন নির্মলা

নিয়ম অনুযায়ী,  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের লোকসভা এবং রাজ্যসভা উভয়ের যৌথ ভাষণে ৩১ জানুয়ারি বাজেট অধিবেশনের ফ্ল্যাগ পেশ করবেন। এরপরে, অর্থনৈতিক সমীক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং গত বছরে সম্মুখীন হওয়া প্রধান চ্যালেঞ্জগুলিকে একে তুলে ধরা হবে।

আরও পড়ুন: ২০২৪ এ আদমশুমারির পরেই কার্যকর হবে মহিলা সংরক্ষণ বিল: নির্মলা সীতারামন

একই দিনে সংসদের কেন্দ্রীয় বাজেট ২০২২ পরের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে পেশ করবেন। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশনের প্রথম পর্বে এই ভাষণটি আলোচনার মাধ্যমে অনুসরণ করা হবে।

আরও পড়ুন: দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ আর্থিক বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী সীতারামনের বাজেট বক্তৃতা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাজেট বক্তৃতার নির্ধারিত সময় সকাল ১১টা। দেড় থেকে ২ ঘন্টার মধ্যে যে কোনও জায়গা থেকে দেখা যেতে পারে বাজেট পেশ। যদিও প্রয়োজনে বাজেট পেশের সময়সীমা বাড়তে পারে। গত বছর অর্থমন্ত্রী ২ ঘন্টা ৪০ মিনিটের বক্তৃতায় কেন্দ্রীয় বাজেট ২০২১ পেশ করেছিলেন।

২০১৪ সালে কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার ক্ষ্মমতায় আসার আগে বাজেট পেশ করা হত ২৮ বা ২৯ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ। কিন্তু মোদি সরকার সেই ঐতিহ্যে পরিবর্তন আনে। ফেব্রুয়ারির শেষের পরিবর্তে শুরু থেকেই সাধারণ বাজেট পেশের তারিখ তৈরি করে। অর্থাৎ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা শুরু হয়। এটি বাজেট কনভেনশনে একটি বড় পরিবর্তন ছিল।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাজেট অধিবেশন-২০২২, কখন, কিভাবে

আপডেট : ২৮ জানুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা আবহের মধ্য দিয়ে এবছরের বাজেট পেশ হতে চলেছে। ২০২২ সালের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ১০ তম বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

করোনা আবহে সংসদে বাজেট অধিবেশন নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে নির্দিষ্ট সময় মেনেই শুরু হতে চলেছে বাজেট পেশ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে,  দুই দফার বাজেট পেশ করা হবে। আগামী ৩১ জানুয়ারি শুরু হতে চলেছে এবছরের সংসদের বাজেট অধিবেশন। আগামী ১ ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। প্রথম দফার অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ। চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন: ১ নভেম্বর থেকে জিএসটি রেজিস্ট্রেশন হবে আরও সহজে, জানালেন নির্মলা

নিয়ম অনুযায়ী,  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের লোকসভা এবং রাজ্যসভা উভয়ের যৌথ ভাষণে ৩১ জানুয়ারি বাজেট অধিবেশনের ফ্ল্যাগ পেশ করবেন। এরপরে, অর্থনৈতিক সমীক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং গত বছরে সম্মুখীন হওয়া প্রধান চ্যালেঞ্জগুলিকে একে তুলে ধরা হবে।

আরও পড়ুন: ২০২৪ এ আদমশুমারির পরেই কার্যকর হবে মহিলা সংরক্ষণ বিল: নির্মলা সীতারামন

একই দিনে সংসদের কেন্দ্রীয় বাজেট ২০২২ পরের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে পেশ করবেন। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশনের প্রথম পর্বে এই ভাষণটি আলোচনার মাধ্যমে অনুসরণ করা হবে।

আরও পড়ুন: দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ আর্থিক বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী সীতারামনের বাজেট বক্তৃতা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাজেট বক্তৃতার নির্ধারিত সময় সকাল ১১টা। দেড় থেকে ২ ঘন্টার মধ্যে যে কোনও জায়গা থেকে দেখা যেতে পারে বাজেট পেশ। যদিও প্রয়োজনে বাজেট পেশের সময়সীমা বাড়তে পারে। গত বছর অর্থমন্ত্রী ২ ঘন্টা ৪০ মিনিটের বক্তৃতায় কেন্দ্রীয় বাজেট ২০২১ পেশ করেছিলেন।

২০১৪ সালে কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার ক্ষ্মমতায় আসার আগে বাজেট পেশ করা হত ২৮ বা ২৯ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ। কিন্তু মোদি সরকার সেই ঐতিহ্যে পরিবর্তন আনে। ফেব্রুয়ারির শেষের পরিবর্তে শুরু থেকেই সাধারণ বাজেট পেশের তারিখ তৈরি করে। অর্থাৎ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা শুরু হয়। এটি বাজেট কনভেনশনে একটি বড় পরিবর্তন ছিল।