০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

পুবের কলম ওয়েবডেস্ক: বন্ধ হচ্ছে না গঙ্গাসাগর মেলা। শেষমেশ মিলল অনুমতি। তবে শর্তসাপেক্ষে হবে মেলা । শুক্রবার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। তবে মেলায় ভিড় নিয়ন্ত্রণের কথা বলেছে আদালত। সঙ্গে নজরদারির জন্য রয়েছে তিন সদস্যের একটি কমিটি। ওই কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। সাগরে কোভিড বিধি মেনে মেলা হচ্ছে কি না সে দিকে নজর রাখবে ওই কমিটি। হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ শুক্রবার নির্দেশ দিয়েছে, ওই কমিটির সদস্যেরা মেলা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত পরিদর্শন করবেন। তাঁরা মনে করলে মেলা বন্ধের নির্দেশ দিতে পারেন।

এদিকে বাড়বাড়ন্ত করোনার মধ্যেই অনুমতির আগে গঙ্গাসাগর মেলায় আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। করোনা বিধি মানার বিষয়টি নিয়ে এতোটুকু ফাঁক রাখতে রাজি নন কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকরা। ইতিমধ্যেই কলকাতা বাবুঘাট সংলগ্ন গঙ্গাসাগর মেলার ক্যাম্পের প্রস্তুতি খতিয়ে দেখলেন ডিসি সেন্ট্রাল রুপেশ কুমার সহ পুলিশ আধিকারিকরা। মাস্ক পরা স্যানিটাইজার ব্যবহার করা থেকে শুরু করে সমস্ত কোভিড বিধি মেনে চলার জন্য মাইকিং করা হচ্ছে। পাশাপাশি আগত পুণ্যার্থীদের বডি টেম্পারেচার মাপা থেকে শুরু করে রেপিড টেস্ট করা হচ্ছে নিয়ম মেনে। পুণ্যার্থীদের কোভিড বিধি মেনে মাস্ক পড়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে । যদি কেউ তা না মানেন তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে  জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল- রুপেশ কুমার।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

এসআইআর-এর শুনানির নোটিস পেয়ে ছিলেন আতঙ্কে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

আপডেট : ৭ জানুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: বন্ধ হচ্ছে না গঙ্গাসাগর মেলা। শেষমেশ মিলল অনুমতি। তবে শর্তসাপেক্ষে হবে মেলা । শুক্রবার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। তবে মেলায় ভিড় নিয়ন্ত্রণের কথা বলেছে আদালত। সঙ্গে নজরদারির জন্য রয়েছে তিন সদস্যের একটি কমিটি। ওই কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। সাগরে কোভিড বিধি মেনে মেলা হচ্ছে কি না সে দিকে নজর রাখবে ওই কমিটি। হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ শুক্রবার নির্দেশ দিয়েছে, ওই কমিটির সদস্যেরা মেলা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত পরিদর্শন করবেন। তাঁরা মনে করলে মেলা বন্ধের নির্দেশ দিতে পারেন।

এদিকে বাড়বাড়ন্ত করোনার মধ্যেই অনুমতির আগে গঙ্গাসাগর মেলায় আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। করোনা বিধি মানার বিষয়টি নিয়ে এতোটুকু ফাঁক রাখতে রাজি নন কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকরা। ইতিমধ্যেই কলকাতা বাবুঘাট সংলগ্ন গঙ্গাসাগর মেলার ক্যাম্পের প্রস্তুতি খতিয়ে দেখলেন ডিসি সেন্ট্রাল রুপেশ কুমার সহ পুলিশ আধিকারিকরা। মাস্ক পরা স্যানিটাইজার ব্যবহার করা থেকে শুরু করে সমস্ত কোভিড বিধি মেনে চলার জন্য মাইকিং করা হচ্ছে। পাশাপাশি আগত পুণ্যার্থীদের বডি টেম্পারেচার মাপা থেকে শুরু করে রেপিড টেস্ট করা হচ্ছে নিয়ম মেনে। পুণ্যার্থীদের কোভিড বিধি মেনে মাস্ক পড়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে । যদি কেউ তা না মানেন তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে  জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল- রুপেশ কুমার।