০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সংকটে চিন, হাসপাতালে নেই শয্যা

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 45

 পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটির বিভিন্ন প্রদেশের হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। রোগীর চাপ কমাতে অনলাইনে সেবা দেওয়ার সুবিধা চালুর ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে টাকা, জন্মহার বাড়াতে অনুদান দিচ্ছে শি জিনপিং-এর সরকার

এদিকে চিনে করোনা আবারও বাড়তে থাকায় চিনা যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। চিন থেকে আসা যে কোনও ব্যক্তির করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে জাপান, মালয়েশিয়া, ভারত ও তাইওয়ান। তবে বেজিং বলছে, এখনও নিয়ন্ত্রণে আছে করোনা পরিস্থিতি।

আরও পড়ুন: চিনের সতর্কবার্তা: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিশ্বে বিপর্যয় নামিয়ে আনতে পারে

 

আরও পড়ুন: চিনের নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইসরাইল ছাড়ার পরামর্শ

‘জিরো কোভিড’ নীতি শিথিলের পর থেকে চিনে বাড়ছে করোনা সংক্রমণ। বেসরকারি হিসাব বলছে, দৈনিক আক্রান্ত হচ্ছেন কয়েক লক্ষ মানুষ। পশ্চিমা মিডিয়ার দাবি, পরিস্থিতি এতটাই নাজুক যে ভেঙে পড়তে পারে দেশটির স্বাস্থ্যব্যবস্থা।

 

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রকাশ বন্ধ ঘোষণা করলেও দেশটির বিভিন্ন প্রদেশের হাসপাতালে রোগীদের ভিড় প্রতিদিনই বাড়ছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংকটে চিন, হাসপাতালে নেই শয্যা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

 পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটির বিভিন্ন প্রদেশের হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। রোগীর চাপ কমাতে অনলাইনে সেবা দেওয়ার সুবিধা চালুর ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে টাকা, জন্মহার বাড়াতে অনুদান দিচ্ছে শি জিনপিং-এর সরকার

এদিকে চিনে করোনা আবারও বাড়তে থাকায় চিনা যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। চিন থেকে আসা যে কোনও ব্যক্তির করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে জাপান, মালয়েশিয়া, ভারত ও তাইওয়ান। তবে বেজিং বলছে, এখনও নিয়ন্ত্রণে আছে করোনা পরিস্থিতি।

আরও পড়ুন: চিনের সতর্কবার্তা: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিশ্বে বিপর্যয় নামিয়ে আনতে পারে

 

আরও পড়ুন: চিনের নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইসরাইল ছাড়ার পরামর্শ

‘জিরো কোভিড’ নীতি শিথিলের পর থেকে চিনে বাড়ছে করোনা সংক্রমণ। বেসরকারি হিসাব বলছে, দৈনিক আক্রান্ত হচ্ছেন কয়েক লক্ষ মানুষ। পশ্চিমা মিডিয়ার দাবি, পরিস্থিতি এতটাই নাজুক যে ভেঙে পড়তে পারে দেশটির স্বাস্থ্যব্যবস্থা।

 

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রকাশ বন্ধ ঘোষণা করলেও দেশটির বিভিন্ন প্রদেশের হাসপাতালে রোগীদের ভিড় প্রতিদিনই বাড়ছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।