১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত জোড়ো যাত্রার প্রভাবে মাদ্রাসায় যেতে বাধ্য হয়েছেন ভাগবত, এবার মোদিও ফেজ টুপি পরবেন : দিগ্বিজয় সিং

সামিমা এহসানা
  • আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 31

পুবের কলম, ওয়েব ডেস্ক: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার প্রভাবেই আর এস এস প্রধান মোহন ভাগবত মাদ্রাসা ও মসজিদে যাওয়া শুরু করেছেন। ওই একই প্রভাবে খুব তাড়াতাড়ি ফেজ টুপি পরা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই মন্তব্য করেছেন, রাজ্যসভার সদস্য ও প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

ইন্দরে ভারত জোড়ো যাত্রার প্রস্তুতি পর্যালোচনা করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন দিগ্বিজয়। তিনি বলেন, আজকাল বিজেপির আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন রাহুল গান্ধী। কারণ তাঁর ভারত জোড়ো যাত্রার একমাসের মধ্যেই প্রভাবিত হয়ে মাদ্রাসা ও মসজিদে যাওয়া শুরু করে দিয়েছেন মোহন ভাগবত। খুব শীঘ্রই ফেজ টুপি পরবেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে প্রবীণ নেতা বলেছেন, মোদি সউদি আরব ও অন্যান্য দেশে গিয়ে টুপি পরেন। কিন্তু ভারতে ফিরে এসে আর টুপি পরতে চান না। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বিজেপির উপর ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মত প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ভারত জোড়ো যাত্রা দুমাসে পা দেওয়ার পর সংখ্যালঘুদের প্রতি বিজেপি নেতাদের মানসিকতার এতটা পরিবর্তন এসেছে, তাহলে এই যাত্রা শেষ হয়ে শ্রীনগরে পৌঁছালে কি হয়, তাই এখন দেখার বিষয়।

সংখ্যালঘুদের বঞ্চনার পাশাপাশি এসসি, এসটি ও দলিতদের প্রতি বিজেপির মানসিকতার তীব্র নিন্দা করছেন এই প্রবীণ নেতা। এসসি, এসটিদের কল্যাণের নামে শুধু ছলনা করেছে বিজেপি, বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর মতে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করলেও বিজেপি সরকারের আমলে আদিবাসীরা বঞ্চিত হয়েছেন। তাছাড়া তফশিলি জাতি থেকে রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি নির্বাচিত করলেও তাঁর আমলে বিজেপি দলিতদের জন্য কি করেছে ! এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন দিগ্বিজয়।

বিজেপির পাশাপাশি অরবিন্দ  কেজরিওয়ালের আম আদমি পার্টি ও আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম কে ‘বিজেপির বি টিম’ বলে কটাক্ষ করেছেন দিগ্বিজয় সিং। তিনি বলেন, এই দুটি দল অন্যান্য দলের ভোট কেটে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত জোড়ো যাত্রার প্রভাবে মাদ্রাসায় যেতে বাধ্য হয়েছেন ভাগবত, এবার মোদিও ফেজ টুপি পরবেন : দিগ্বিজয় সিং

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার প্রভাবেই আর এস এস প্রধান মোহন ভাগবত মাদ্রাসা ও মসজিদে যাওয়া শুরু করেছেন। ওই একই প্রভাবে খুব তাড়াতাড়ি ফেজ টুপি পরা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই মন্তব্য করেছেন, রাজ্যসভার সদস্য ও প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

ইন্দরে ভারত জোড়ো যাত্রার প্রস্তুতি পর্যালোচনা করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন দিগ্বিজয়। তিনি বলেন, আজকাল বিজেপির আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন রাহুল গান্ধী। কারণ তাঁর ভারত জোড়ো যাত্রার একমাসের মধ্যেই প্রভাবিত হয়ে মাদ্রাসা ও মসজিদে যাওয়া শুরু করে দিয়েছেন মোহন ভাগবত। খুব শীঘ্রই ফেজ টুপি পরবেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে প্রবীণ নেতা বলেছেন, মোদি সউদি আরব ও অন্যান্য দেশে গিয়ে টুপি পরেন। কিন্তু ভারতে ফিরে এসে আর টুপি পরতে চান না। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বিজেপির উপর ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মত প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ভারত জোড়ো যাত্রা দুমাসে পা দেওয়ার পর সংখ্যালঘুদের প্রতি বিজেপি নেতাদের মানসিকতার এতটা পরিবর্তন এসেছে, তাহলে এই যাত্রা শেষ হয়ে শ্রীনগরে পৌঁছালে কি হয়, তাই এখন দেখার বিষয়।

সংখ্যালঘুদের বঞ্চনার পাশাপাশি এসসি, এসটি ও দলিতদের প্রতি বিজেপির মানসিকতার তীব্র নিন্দা করছেন এই প্রবীণ নেতা। এসসি, এসটিদের কল্যাণের নামে শুধু ছলনা করেছে বিজেপি, বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর মতে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করলেও বিজেপি সরকারের আমলে আদিবাসীরা বঞ্চিত হয়েছেন। তাছাড়া তফশিলি জাতি থেকে রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি নির্বাচিত করলেও তাঁর আমলে বিজেপি দলিতদের জন্য কি করেছে ! এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন দিগ্বিজয়।

বিজেপির পাশাপাশি অরবিন্দ  কেজরিওয়ালের আম আদমি পার্টি ও আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম কে ‘বিজেপির বি টিম’ বলে কটাক্ষ করেছেন দিগ্বিজয় সিং। তিনি বলেন, এই দুটি দল অন্যান্য দলের ভোট কেটে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।