১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মারিশদায় ভেঙে পড়ল কালভার্ট, প্রায় ৫৫ কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে দিঘা, বিপাকে হাজার হাজার পর্যটক

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১২ অক্টোবর ২০২৫, রবিবার
  • / 234

পুবের কলম ওয়েবডেস্ক:  সপ্তাহান্তে ছুটির ভ্রমণে দিঘা মুখী অসংখ্য মানুষের যাত্রা এবার বাধার মুখে। শুক্রবার রাতে মারিশদার কাছে ১১৬বি জাতীয় সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ে কার্যত দু’ভাগ হয়ে যায় দিঘাগামী সড়ক। ফলে সব যানবাহনকে এখন বাজকুল বা হেঁড়িয়া থেকে প্রায় ৫৫ কিলোমিটার ঘুরপথে এগরা হয়ে দীঘা পৌঁছতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা।

শুক্রবার রাতে সড়কে ধস নামার পর থেকেই মেরামতির কাজ শুরু হলেও শনিবার দুপুরে কালভার্টের বাকি অংশও ভেঙে পড়ে। ফলে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ বাজকুল, কাঁথি ও রামনগর থেকে ডাইভার্সন চালু করেছে।

খড়্গপুর ডিভিশনের জাতীয় সড়ক বিভাগের ইঞ্জিনিয়ার জয়ন্ত গরাই জানিয়েছেন, “টানা বৃষ্টির কারণে কালভার্টের ভিত্তি দুর্বল হয়ে গিয়েছিল। রাতের মধ্যেই পাইপ বসিয়ে অন্তত আংশিক চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মারিশদায় ভেঙে পড়ল কালভার্ট, প্রায় ৫৫ কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে দিঘা, বিপাকে হাজার হাজার পর্যটক

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  সপ্তাহান্তে ছুটির ভ্রমণে দিঘা মুখী অসংখ্য মানুষের যাত্রা এবার বাধার মুখে। শুক্রবার রাতে মারিশদার কাছে ১১৬বি জাতীয় সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ে কার্যত দু’ভাগ হয়ে যায় দিঘাগামী সড়ক। ফলে সব যানবাহনকে এখন বাজকুল বা হেঁড়িয়া থেকে প্রায় ৫৫ কিলোমিটার ঘুরপথে এগরা হয়ে দীঘা পৌঁছতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা।

শুক্রবার রাতে সড়কে ধস নামার পর থেকেই মেরামতির কাজ শুরু হলেও শনিবার দুপুরে কালভার্টের বাকি অংশও ভেঙে পড়ে। ফলে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ বাজকুল, কাঁথি ও রামনগর থেকে ডাইভার্সন চালু করেছে।

খড়্গপুর ডিভিশনের জাতীয় সড়ক বিভাগের ইঞ্জিনিয়ার জয়ন্ত গরাই জানিয়েছেন, “টানা বৃষ্টির কারণে কালভার্টের ভিত্তি দুর্বল হয়ে গিয়েছিল। রাতের মধ্যেই পাইপ বসিয়ে অন্তত আংশিক চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”