কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনও দুর্যোগের আশঙ্কা

- আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
- / 267
পুবের কলম ওয়েবডেস্ক : বর্তমানে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ নতুন করে তৈরী না হলেও মৌসুমি অক্ষরেখার প্রভাব বেশ সক্রিয়। আর তার ফলে থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করতে সক্ষ্যম হচ্ছে। তাই আকাশ মেঘাচ্ছন্নই থাকছে বেশিরভাগ। যদিও মাঝেমাঝে রোদের দেখা মিলছে। তবে সেই রোদের স্থায়িত্ব বেশিক্ষণের জন্য নয়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টিমুখর পরিবেশ থাকার সম্ভাবনা বেশি। হাওয়া অফিস আরও জনিয়েছে, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। এমনকি বৃষ্টির পাশাপাশি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে।
আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের জন্য আগাম হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগ চলতে থাকবে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী রবিবার থেকে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।
এমনকি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করল হাওয়া অফিস। এছাড়া মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।