ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

- আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 86
ইনামুল হক, বসিরহাট : এ যেন নিজে ভূমেই পরবাসী। ভিন রাজ্য নয় খোদ এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি ভিনরাজ্য থেকে শ্রমিক এনে কাজ করাবে কারখানায়। বাঙ্গালিদের দিয়ে নয়। কাজ হারিয়ে দিন আনা দিন খাওয়া পরিবারগুলো এখন আধপেটা খেয়ে দিন কাটাচ্ছে। মুখ্য মন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছে পরিবারগুলো।
চাঞ্চল্যকর এই ঘটনা, এই রাজ্যেরই উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালির শিরিষতলা এলাকার। শিরিষতলা এলাকার গৌরাঙ্গ বাড়ুই , সনজিৎ মন্ডলসহ মোট পাঁচজনকে কারখানা থেকে বের করে দিয়েছে একটি জুতোর কারখানার মালিক। দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়ের একটি জুতোর কারখানায় কাজ করতো এই পাঁচজন সহ আরো কিছু বাঙালি।
কিন্তু হঠাৎ গত শুক্রবার কোম্পানির ম্যানেজার এসে বলেন তাদের আর কাজ করতে হবে না। কারণ তারা বাঙালি, বাংলায় কথা বলে। এরপর তাদের কারখানা থেকে বের করে দেওয়া হয়। কারখানার থেকে বেরোনোর পর ছাটাই হওয়া শ্রমিকরা কারখানার বাইরে বিক্ষোভ দেখায়। কিন্তু তাতেও কোন কাজ না হওয়ায় তারা বাড়ি ফিরে আসে।শ্রমিকদের কাজ চলে যাওয়ায় এই মুহূর্তে তাদের পরিবার রীতিমতো অসহায়। সন্দেশখালির প্রত্যন্ত এইসব এলাকায় এমনি কোন কর্মসংস্থান নেই।
তাই এখানকার মানুষ দূরদূরান্তে কাজ করতে যায়। কিন্তু সেখানেও এইরকম ঘটনা ঘটায় তারা রীতিমতো উদ্বিগ্ন। কয়েকদিন পেরিয়ে গেলেও এই ঘটনা নিয়ে কোন হেলদোল নেই কর্তৃপক্ষের। কাজ হারানো শ্রমিকরা এখন কি করবে সেটাই এখন তাদের চিন্তা। কাজ হারানো এক শ্রমিকের মা পারুল বারুই বলেন, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করছি। মানবিক মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের ভরসা আছে, নিশ্চয়ই তিনি ব্যবস্থা নেবেন।