২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফায়ার অ্যালার্ম বাজায় আতঙ্ক বন্দে ভারতে, হেতু ধূমপান

সুস্মিতা
  • আপডেট : ১১ অগাস্ট ২০২৩, শুক্রবার
  • / 39

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের আতঙ্ক ছড়াল বন্দে ভারত এক্সপ্রেসে। পাথর ছোড়া বা গবাদি পশুর সঙ্গে সংঘর্ষের ঘটনা নয়। এবার ফায়ার অ্যালার্ম বাজায় আতঙ্ক ছড়ায় বন্দে ভারতে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার সময় ঘটনা ঘটে।

জানা গিয়েছে, এক যুবক টিকিট ছাড়াই ট্রেনে উঠেছিলেন। তিনি চেয়েছিলেন বিনা টিকিতেই গন্তব্যে পোঁছাবেন। টিকিত দেখতে চাইলে কি দেখাবেন? এই ভয়ে লুকিয়ে ছিলেন ট্রেনের বাথরুমে। দীর্ঘক্ষন বাথরুমে থাকার পর ওই যুবকের ধূমপানের নেশা উঠে। সাত পাঁচ না ভেবেই তিনি বাথরুমে ধূমপান (সিগারেট) জ্বালাতেই সঙ্গে সঙ্গে ট্রেনের বিপদ সঙ্কেত বেজে উঠে। ফায়ার অ্যালার্ম বাজতেই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক যন্ত্র কাজ করতে শুরু করে। যাত্রীরা বগিতে থাকা জরুরি ফোন ব্যবহার করে ট্রেনের গার্ডকে বিষয়টি জানান। সতর্ক করে। তারপরই ট্রেনটি মানুবুলু স্টেশনে এসে থামে।

আরও পড়ুন: আসন বদল নিয়ে ঝামেলা, বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রীকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

রেল পুলিশ কর্মীরা তড়িঘড়ি অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে কাজ করেন। বাথরুমের জানালা ভেঙে দেয়। ভিতরে থাকা ওই যুবককে বার করেন পুলিশ কর্মীরা। ধূমপান করার দায়ে তাকে আটক করা হয়। এরপরই ট্রেনটি আবার যাত্রা শুরু করে বলে এক বিবৃতিতে জানান, দক্ষিণ মধ্য রেলওয়ের জোনের বিজয়ওয়াড়া বিভাগের আধিকারিক।

আরও পড়ুন: বন্দে ভারতে বাসি গন্ধযুক্ত খাবার সরবরাহ, পরিষেবায় বিরক্ত হয়ে অর্থ ফেরত চাইলেন যাত্রী

আরও পড়ুন: হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেসের বর্ষপূর্তি, যাত্রীদের উষ্ণ স্বাগত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফায়ার অ্যালার্ম বাজায় আতঙ্ক বন্দে ভারতে, হেতু ধূমপান

আপডেট : ১১ অগাস্ট ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের আতঙ্ক ছড়াল বন্দে ভারত এক্সপ্রেসে। পাথর ছোড়া বা গবাদি পশুর সঙ্গে সংঘর্ষের ঘটনা নয়। এবার ফায়ার অ্যালার্ম বাজায় আতঙ্ক ছড়ায় বন্দে ভারতে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার সময় ঘটনা ঘটে।

জানা গিয়েছে, এক যুবক টিকিট ছাড়াই ট্রেনে উঠেছিলেন। তিনি চেয়েছিলেন বিনা টিকিতেই গন্তব্যে পোঁছাবেন। টিকিত দেখতে চাইলে কি দেখাবেন? এই ভয়ে লুকিয়ে ছিলেন ট্রেনের বাথরুমে। দীর্ঘক্ষন বাথরুমে থাকার পর ওই যুবকের ধূমপানের নেশা উঠে। সাত পাঁচ না ভেবেই তিনি বাথরুমে ধূমপান (সিগারেট) জ্বালাতেই সঙ্গে সঙ্গে ট্রেনের বিপদ সঙ্কেত বেজে উঠে। ফায়ার অ্যালার্ম বাজতেই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক যন্ত্র কাজ করতে শুরু করে। যাত্রীরা বগিতে থাকা জরুরি ফোন ব্যবহার করে ট্রেনের গার্ডকে বিষয়টি জানান। সতর্ক করে। তারপরই ট্রেনটি মানুবুলু স্টেশনে এসে থামে।

আরও পড়ুন: আসন বদল নিয়ে ঝামেলা, বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রীকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

রেল পুলিশ কর্মীরা তড়িঘড়ি অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে কাজ করেন। বাথরুমের জানালা ভেঙে দেয়। ভিতরে থাকা ওই যুবককে বার করেন পুলিশ কর্মীরা। ধূমপান করার দায়ে তাকে আটক করা হয়। এরপরই ট্রেনটি আবার যাত্রা শুরু করে বলে এক বিবৃতিতে জানান, দক্ষিণ মধ্য রেলওয়ের জোনের বিজয়ওয়াড়া বিভাগের আধিকারিক।

আরও পড়ুন: বন্দে ভারতে বাসি গন্ধযুক্ত খাবার সরবরাহ, পরিষেবায় বিরক্ত হয়ে অর্থ ফেরত চাইলেন যাত্রী

আরও পড়ুন: হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেসের বর্ষপূর্তি, যাত্রীদের উষ্ণ স্বাগত