গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ‘বিশ্বের জন্য মহান দিন’ বললেন ট্রাম্প

- আপডেট : ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 177
পুবের কলম ওয়েবডেস্ক: গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিকে বিশ্বের জন্য “এক মহান দিন” বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আজকের দিনটি অসাধারণ—ইসরায়েলসহ পুরো বিশ্ব এক হয়েছে।”
সম্প্রতি মিসরে অনুষ্ঠিত আলোচনায় ইসরাইল ও ফিলিস্তিনের সংগঠন হামাস ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। ট্রাম্প জানান, খুব শিগগির গাজায় যুদ্ধ থামবে এবং জিম্মিদের মুক্তি দেওয়া হবে। পাশাপাশি ইসরাইলি সেনারা নির্ধারিত সীমান্তে ফিরে যাবে।
ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে “ইসরাইলের জন্যও দারুণ দিন” বলে মন্তব্য করেছেন। আজ বৃহস্পতিবার ইসরাইলি মন্ত্রিসভা এ পরিকল্পনার অনুমোদন দিতে পারে।