গাজা শান্তি-চুক্তিকে স্বাগত জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস

- আপডেট : ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 214
পুবের কলম ওয়েবডেস্ক: গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি শুক্রবার এক্সে দেয়া বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে মিসরে শুরু আলোচনা ও কাতার, মিসর, তুরস্ক ও আমেরিকার কূটনৈতিক উদ্যোগেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।
গুতেরেস চুক্তির শর্তাবলি পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেছেন, “সব বন্দিকে মর্যাদার সঙ্গে মুক্তি দিতে হবে এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে।” তিনি মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্যের অবাধ প্রবেশ জরুরি উল্লেখ করে, গাজায় টেকসই পুনরুদ্ধার ও পুনর্গঠনে জাতিসংঘ পূর্ণ সহায়তা দেবে আশ্বাস দিয়েছেন। গুতেরেস আশা প্রকাশ করেন, এখনই রাজনৈতিক সমাধানের পথ খোঁজা হবে এবং দুই-রাষ্ট্র সমাধানের লক্ষ্য এগিয়ে নেয়া হবে।