গৌরবের পাকিস্তান যোগ নিয়ে ফের সরব হিমন্ত

- আপডেট : ২১ মে ২০২৫, বুধবার
- / 39
হিমন্তের অতীত নিয়েও তদন্ত হোক: গগৈ
পুবের কলম ওয়েবডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বেশ কিছুদিন ধরে বলে আসছেন সে রাজ্যের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ গোপনে পাকিস্তান ঘুরে এসেছেন। তাঁর স্ত্রীর সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে ইত্যাদি। সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে হিমন্তের তরজা আরও তীব্র হল। সোমবার মুখ্যমন্ত্রী শর্মা বলেছেন, ব্যক্তিত্ব হিমন্ত বিশ্বশর্মা মিথ্যা কথা বলতে পারেন এবং প্রয়োজনে বলেন। তবে অসমের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলতে পারেন না। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মিথ্যা কথা বললে এ নিয়ে বিধানসভায় প্রশ্ন উঠবে, পুলিশ তদন্ত করবে। সাংসদ গৌরব গগৈ’র গোপনে পাকিস্তান সফরে, পাকিস্তানের সঙ্গে তাঁর স্ত্রীর গোপন সম্পর্ক এবং তাঁর সন্তানদের ভারতীয় নাগরিকত্ব গ্রহণ না করা নিয়ে একের পর এক বয়ান দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
এ সবের বিরুদ্ধে সোমবার মুখ খুললেন সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন, আমি পাকিস্তান গেছি কি না এই নিয়ে তদন্ত হোক। আমার বাধা নেই। তবু শুধু আমার অতীত নিয়ে কেন তদন্ত হবে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কংগ্রেসে যোগ দেওয়ার আগে ছাত্র-জীবনে কী কী কাজ করেছেন, কার কার কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন, এসব তদন্ত করতে আর একটি এসআইটি গঠন করা হোক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রবিবার দাবি করেছিলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর আমন্ত্রণে গৌরব গোপনে পাকিস্তান ভ্রমণ করেছিলেন। সোমবার এর উত্তরে গৌরব বলেন, আইএআই-এর সঙ্গে ভারতের কোনও রাজনৈতিক দলের সম্পর্ক থাকে, সেটা হচ্ছে বিজেপি। সেই দলের সদস্য ধ্রুব সাকসেনার সঙ্গে আইএসআই-এর সরাসরি সম্পর্ক থাকায় প্রমাণ পাওয়া গিয়েছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই ব্যক্তি আজ মুক্ত এবং তার বিরুদ্ধে কোনও তদন্ত হয়নি। এ নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বলেন না, কারণ বিজেপিতে যোগ দিলে সব অপরাধ মুছে যায়।
গৌরব আরও বলেন, হিমন্ত দাবি করেছেন, আমার পাকিস্তান ভ্রমণের প্রমাণ দিতে না পারলে পদত্যাগ করবেন। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে মঙ্গল দৈ-এর প্রার্থীর প্রচারে গিয়ে তিনি বলেছিলেন মাধব রাজবংশী জিততে না পারলে তিনি পদত্যাগ করবেন। মাধব সেই নির্বাচনে পরাজিত হন। কিন্তু তখন কংগ্রেসে থাকা হিমন্ত কোনও পদ থেকেই ইস্তফা দেননি। তিনি বহুবার বহু দাবি করেছেন, সেগুলো মিথ্যা প্রমাণ হওয়ার পর মুখ লুকিয়েছেন।